ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটে মাদ্রাসার জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ০৪:২৯, ১৫ নভেম্বর ২০১৭

সিলেটে মাদ্রাসার জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিয়ানীবাজারের সারপারবাজার এলাকায় মাদ্রাসার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়াা, ইট পাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনায় উভয়পক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। জানা যায়, সারপার এলাকার তৈয়ব আলীর পক্ষের লোকজন ও সারপার মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে বিগত সময়েও উভয়পক্ষ বেশ কয়েকবার মুখোমুখি অবস্থান নিয়েছিল। এরই জের ধরে সকাল ১০টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিদ্ধিরগঞ্জে আহত ৯ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, সিদ্ধিরগঞ্জে জমি কেনা-বেচার ঘটনার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে সোনামিয়া মার্কেট এলাকায়। জানা যায়, সোনামিয়া মার্কেট এলাকা জমি কেনা-বেচা নিয়ে সাথীর পক্ষে সাজু ও সজীব মোল্লার সঙ্গে সাহেব আলী গংদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৪ নবেম্বর ॥ পুকুরের পানিতে ডুবে তনু (৫) ও পিয়াস (৩) নামে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার চরপলোয়ান গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। তাদের পিতা হাছন ওরফে চৌধুরী কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম সুমন চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুই শিশুর পিতা সুপারি পাড়তে বাড়ির পাশের বাগানে গেলে শিশু দুটিও তাদের বাবার পিছু পিছু যায়। এক পর্যায়ে পিতা হাছান চৌধুরী শিশু তনু ও পিয়াসকে বাড়ি চলে যেতে নির্দেশ দিয়ে সুপারি পাড়তে মগ্ন হয়ে পড়েন। এ দিকে সুপারি পাড়া শেষে হাছান বাড়ি এসে ছেলে-মেয়েদের দেখতে না পেয়ে তাদের পিতা মাতা চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে সুপারি বাগান সংলগ্ন পুকুরে তাদের লাশ ভেসে উঠতে দেখে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। জাবির প্রশাসনিক ভবন উড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন উড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের (ডেইরি গেট) সম্মুখে ঢাকা-আরিচা মহাসড়কে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বেলা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অফিসার, কর্মচারী, শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক ড. এ এ মামুন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান, আইবিএজে-ইউ’র পরিচালক অধ্যাপক মোতাহার হোসেন, আ ফ ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ জুলকার নাইন, কর্মচারী সমিতির সভাপতি অমর চাঁদ ম-ল, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল বাছেদ প্রমুখ। গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় তিন কিলোমিটার গ্যাস লাইন ও সাড়ে ৬শ’ বাড়ির সাড়ে ৮শ’ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীনের নেতৃত্বে বিভিন্ন স্পটে দিনব্যাপী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন জানান, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। সিদ্ধিরগঞ্জে অগ্নিকান্ড স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে আদমজীর কদমতলী ও নয়াআটি মুক্তিনগর এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে আদমজীর কদমতলী এলাকায় গ্যারেজে রাখা ৪০টি ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক এবং নয়াআটি এলাকায় ১১টি বসতঘর পুড়ে গেছে। আগুনে কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
×