ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগমারায় আনিসুর হত্যা রহস্য উদ্ঘাটন

হত্যার পর লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দেন স্ত্রী

প্রকাশিত: ০৪:২৮, ১৫ নভেম্বর ২০১৭

হত্যার পর লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দেন স্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারার বড়বিহানালী ইউনিয়নের গোয়াবাড়ি গ্রামের পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার বৃদ্ধ আনিসুর রহমান হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত তার স্ত্রী জহুরা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় আনিসুরের ছেলে সাইদুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধর জহুরা বেগম তার স্বামী আনিসুরের অ-কোষ চেপে ধরে হত্যা করে। এরপর লাশ বস্তায় ভরে বাড়ির পাশের পুকুরেই ভাসিয়ে দেয়। পুলিশের সন্দেহ এ ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ থাকতে পারে। এ কারণে তার ছেলেকেও গ্রেফতার করা হয়েছে। থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরা বেগম হত্যাকা-ে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে রাজি হলে সোমবার তাকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারীর আদালতে নেয়া হয়। সেখানেই জহুরা বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জবানবন্দীতে জহুরা উল্লেখ করেন, তিনিই তার স্বামীর অ-কোষে চাপ দিয়ে হত্যা করেন। এর পর লাশ একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়া হয়। এরপর সকাল থেকেই স্বামী নিখোঁজের নাটক সাজান তিনি।
×