ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সৌন্দর্যবর্ধনের দায়িত্ব নিল জিপিএইচ

প্রকাশিত: ০৪:২৮, ১৫ নভেম্বর ২০১৭

চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সৌন্দর্যবর্ধনের দায়িত্ব নিল জিপিএইচ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধনের দায়িত্ব নিয়েছে দেশের জিপিএইচ ইস্পাত লিমিটেড। মঙ্গলবার নগর ভবনের সম্মেলনকক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জিপিএইচের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট থেকে বোট ক্লাব পর্যন্ত ২ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রশস্ত মিড আইল্যান্ড বিউটিফিকেশনের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ কাজে সহযোগিতা করছে আর্কিটেকচারাল ডিজাইনিং প্রতিষ্ঠান পি টু পি ৩৬০। চসিকের পক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং জিপিএইচের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চুক্তিতে সই করেন। চসিক মেয়র আ জ ম নাছির এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০১৮ সালের মধ্যে চট্টগ্রামকে পরিবেশবান্ধব, দৃষ্টিনন্দন ও বাসউপযোগী গ্রীন সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করে বলেন, সবার সহায়তায় এ ভিশন বাস্তবায়ন করতে সক্ষম হব। আমার আহ্বানে সাড়া দিয়ে জিপিএইচ ইস্পাত ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করবে বিমানবন্দর সড়কের বিউটিফিকেশনে। জিপিএইচের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, বন্দরনগরীকে গ্রীন সিটি বানাতে হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জিপিএইচ পরিবার এগিয়ে এসেছে। বিমানবন্দর সড়কের শোভাবর্ধনের কাজ আমরা পেয়েছি, এটা আমাদের জন্য বিরাট সুযোগ। এ নগরীর সৌন্দর্যবর্ধনে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। সিটি কর্পোরেশনের আহ্বানে এ ধরনের কাজে আরও ভূমিকা রাখতে চাই। এ সময় আরও উপস্থিত ছিলেন জিপিএইচের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিপিএইচের মিডিয়া এ্যাডভাইজর কবি ও নাট্যজন অভীক ওসমান।
×