ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবিতে ভর্তির সাক্ষাতকার দিতে এসে

প্রকাশিত: ০৪:২৮, ১৫ নভেম্বর ২০১৭

রাবিতে ভর্তির সাক্ষাতকার দিতে এসে

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষে ভর্তির সাক্ষাতকার দিতে এসে ধরা পড়েছে খলিলুর রহমান নামের এক জালিয়াত। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত বি ইউনিটে ভর্তির সাক্ষাতকার চলাকালে শিক্ষকদের জেরার মুখে জালিয়াতির মাধ্যমে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করে সে। তবে ব্যাপক জিজ্ঞাসাবাদেও জালিয়াত চক্রের ব্যাপারে মুখ খোলেনি ওই জালিয়াত পরীক্ষার্থী। খলিলুর রহমান যশোর জেলার সদর থানার তোফায়েল আহমেদের ছেলে। রাবির আইন অনুষদের মেধা তালিকায় তার অবস্থান ছিল ১৬তম। মঙ্গলবার বিকেলে তাকে নগরীর মতিহার থানায় সোপর্দ করা হয়েছে। সাক্ষাতকার বোর্ডে অংশ নেয়া দুই শিক্ষক বলেন, খলিলুর রহমানের কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে চোখে পড়ে এইচএসসিতে ইংরেজী বিষয়ে সে ডি গ্রেড পেয়েছে। অথচ ভর্তি পরীক্ষায় ইংরেজী বিষয়ে সে খুব ভাল করেছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে ভর্তি পরীক্ষার লিখিত অংশ আবার জিজ্ঞেস করা হয়। সঠিক উত্তর দিতে না পারায় তারা বুঝতে পারেন জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় চান্স পেয়েছে সে। এরপর আইন অনুষদের শিক্ষকেরা এবং বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টর তাকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। এ সময় চক্রের মাধ্যমে চান্স পাওয়ার কথা স্বীকার করলেও ওই চক্রের সদস্যদের ব্যাপারে মুখ খোলেনি খলিলুর রহমান। খলিলুর রহমান বলেন, ওদের (চক্রের সদস্যদের) পরিচয় বললে আমাকে মেরে ফেলবে।
×