ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:২৬, ১৫ নভেম্বর ২০১৭

মীরসরাইয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৪ নবেম্বর ॥ মীরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলা জোরারগঞ্জ থানাধীন ৬নং ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চুনি মিঝির টেক গ্রামের জহুর মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফকির আহমদ (৬৫) ওই বাড়ির মৃত খলিলুর রহমানের পুত্র। জানা যায়, মঙ্গলবার সকালে নিহত ফকির আহমদ একটি খুন্তি নিয়ে বাড়ির উঠানে শীতের কারণে কম্বল রোদে শুকানোর জন্য বাঁশের খুঁটি স্থাপনে মাটির গর্ত করছিলেন। এ সময় একই বাড়ির জনৈক হালিমা (৪৫) এনিয়ে তার সঙ্গে তর্ক জুড়ে দেন। এর একপর্যায়ে ফকিরের হাতে থাকা খুন্তি দিয়ে তাকে বুকে সজোরে আঘাত করে শামীম। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পর পর তিনি পার্শ¦বর্তী দোকানে গিয়ে তাকে আঘাত করায় তার বুকে প্রচন্ত ব্যথা করছে মর্মে বিষয়টি স্থানীয়দের জানান। এরপর ঘরে ফেরার সময় রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ায় যুবক স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আশুগঞ্জে কামাল আহমেদ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কের উপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। কামাল হবিগঞ্জ সোয়ারগাঁও এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে বাহাদুরপুর-তালশহর সড়কের মাঝামাঝি স্থানে সড়কের উপরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় তার পকেটে থাকা একটি কাগজের মাধ্যমে নিহতের নাম পরিচয় জানা গেছে। নিহতের বুকের দু’পাশে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। বগুড়ায় লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, মঙ্গলবার সকালে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় আম গাছ থেকে এক ব্যক্তির (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় পুলিশ জানতে পারেনি। পুলিশ জানায়, বগুড়া-রংপুর মহাসড়কের পাশে একটি আম গাছে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া যায়। সকালে গাছে ঝুলন্ত লাশ দেখে লোকজন পুলিশকে জানায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান হয়েছে।
×