ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে বাস খালে ॥ নারীসহ নিহত দুই

প্রকাশিত: ০৪:২৬, ১৫ নভেম্বর ২০১৭

বাগেরহাটে বাস খালে ॥ নারীসহ নিহত দুই

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। বাগেরহাট-পিরোজপুর সড়কের বকুলতলায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মনিরা বেগমের (৩৫) বাড়ি পিরোজপুরের নাছিরাবাদের রাহুদকাঠি গ্রামে। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কচুয়া থানার ওসি রবিউল কবির জানান, যাত্রীবাহী বাস খুলনা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বকুলতলা এলাকায় রাস্তার পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে পানিতে থাকা বাস থেকে নারীসহ কয়েকজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। নাটোরে জেএসসি পরীক্ষার্থীসহ দুই আরোহী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, দিঘাপতিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক জেএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী নূর মোহম্মদ মিম এবং মাদ্রাসা ছাত্র জহুরুল ইসলামসহ তিনজন মোটরসাইকেলে ইসলাবাড়ী গ্রামে বাড়িতে ফিরছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নূর মোহম্মদ মিম ও জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলো সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও বাকশোর ইসলাবাড়ী দাখিল মাদ্রাসার ছাত্র জহুরুল ইসলাম এবং একই এলাকার ঈদ্রিস আলীর ছেলে ও দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্র জেএসসি পরীক্ষার্থী নূর মোহম্মদ মিম। ফরিদপুরে পথচারী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। সোমবার রাত ও মঙ্গলবার দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে ঢাকা-খুলনা মহাসড়কে। ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি গাড়ির নিচে চাপা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে মঙ্গলবার দুপুর ১টার দিকে চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ওই বাসের ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×