ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইটি প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:২৬, ১৫ নভেম্বর ২০১৭

আইটি প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আইটিতে দক্ষ কর্মকর্তা ও কর্মচারী গড়ে তোলার মাধ্যমে জনগণকে সহজেই ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে দেয়ার জন্য সিটি কর্পোরেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে বেসিক আইটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত আইটি প্রতিষ্ঠান সাতরং সিস্টেমসের ম্যাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। নগর ভবনের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা নন্দিতা বসু সভাপতিত্ব করেন। বাল্যবিবাহ থেকে রক্ষা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৪ নবেম্বর ॥ কচুয়ায় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল জেএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার (১৩)। সোমবার রাতে ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী মেঘদাইর গ্রামের তাজুল ইসলামের মেয়ের বিয়ের আয়োজন করা হয়। সংবাদ পেয়ে রাতেই পূর্ব সহদেবপুর ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করে মেয়েটির বাবা মাকে বুজিয়ে নিয়মিত পড়ালেখার বিষয় নিশ্চিত করেন। মঙ্গলবার সকালে তার জেএসসি পরীক্ষা কেন্দ্র পালাখাল উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেন। ফলে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল জেএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার।
×