ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটিয়ায় পলিথিন তৈরি ॥ জরিমানা

প্রকাশিত: ০৪:২৫, ১৫ নভেম্বর ২০১৭

পটিয়ায় পলিথিন তৈরি ॥ জরিমানা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৪ নবেম্বর ॥ লবণ কারখানার আড়ালে অবৈধভাবে পলিথিন তৈরির দায়ে পটিয়ায় একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সদরের ইন্দ্রপুল লবণ শিল্প নগরীর এসএম আলী সল্টের কারখানায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। অপরদিকে একই সময়ে পৌর সদরের থানার মোড়ের আল মদিনা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বিক্রির দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং মহাসড়কে লক্কড়-ঝক্কড় যাত্রীবাহী গাড়ি চালানোর দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গাড়িটি থানা পুলিশের অধীনে জব্দ রয়েছে। জানা গেছে, পটিয়া ইন্দ্রপুল লবণ শিল্প নগরীতে দীর্ঘদিন ধরে লবণ কারখানার আাড়লে অবৈধভাবে পলিথিন ব্যবসা করে আসছিল এসএম আলী সল্টের মালিক মোহাম্মদ আলী।
×