ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে উত্তরপত্র হারিয়ে যাওয়ায় কেন্দ্র বাতিল

প্রকাশিত: ০৪:২৫, ১৫ নভেম্বর ২০১৭

মাদারীপুরে উত্তরপত্র হারিয়ে যাওয়ায় কেন্দ্র বাতিল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ডিগ্রী (পাস) পরীক্ষার সাড়ে ৯শ’ সাদা উত্তরপত্র হারিয়ে যাওয়ায় চরম দায়িত্বহীনতার কারণে মাদারীপুর জেলার ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম মঙ্গলবার জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৮ নবেম্বর হতে ২০১৬ সালের ২য় বর্ষ ডিগ্রী পাস পরীক্ষা শুরু হচ্ছে। ওই পরীক্ষার ৯৫০টি সাদা উত্তরপত্র মাদারীপুর জেলার ডিকে আইডিয়াল কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে হারিয়ে যায়। এতে পরীক্ষা অনুষ্ঠানে চরম দায়িত্বহীনতার কারণে ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে। এ কেন্দ্রের সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা নিকটস্থ সরকারী শেখ হাসিনা একাডেমি এ্যান্ড উইমেন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সুন্দরবনে মাছ শিকারে সহায়তা ॥ বরখাস্ত চার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনের নিষিদ্ধ নদী-খালে অর্থের বিনিময়ে জেলেদের মাছ শিকারে সহায়তা করার অভিযোগে স্টেশন কর্মকর্তাসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মাহমুদল হাসান বিষয়টি জানান। বরখাস্তরা হলেনÑ সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) নুরুজ্জামান, বন প্রহরী কাউয়ুম শেখ (এফজি), নৌকাচালক (বিএম) সাইফুল ইসলাম ও আব্দুর রব। মাহমুদল হাসান বলেন, ১ নবেম্বর সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মাছ শিকারে নিষিদ্ধ আন্ধারিয়া খালে পাঁচটি জেলে নৌকা প্রবেশ করে মাছ শিকার করছিল। এ সময় বন বিভাগের কর্মীরা দুটি নৌকাকে আটক করে। পরে তাদের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ ওঠে। চট্টগ্রামে অস্ত্রসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মিজানুর রহমান (২৮) নামের এ যুবক ডাকাতি এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট। শুধু তাই নয়, সে ছিনতাইকারীদের একজন অস্ত্র সরবরাহকারী। সোমবার গভীর রাতে একটি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। সিএমপি সূত্র জানায়, মিজানুর রহমান একজন পেশাদার অস্ত্র বিক্রেতা। নগরীতে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্টরা তার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সীতাক- সলিমপুর এলাকার ভুট্টু নামের একজনের সঙ্গে মিলে অস্ত্রের ব্যবসা করে বলেও স্বীকারোক্তি দেয়। পুলিশ সোমবার গভীর রাতে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় একটি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে মিজানুরকে আটক করে। নওগাঁয় দুই নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে ধামইরহাটে দুটি বিদেশী পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। জানা গেছে, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর নুরাণী মাদ্রাসা মোড় থেকে দুইটি বিদেশী পিস্তল ও ৪টি মাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলোÑ ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত দৌলতপুর গ্রামের জয়নাল হোসেন এবং একই গ্রামের শফিউল ম-লের ছেলে ফারুক হোসেন।
×