ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনী শহরের প্রবেশমুখে ময়লার স্তূপ ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৪:২৪, ১৫ নভেম্বর ২০১৭

ফেনী শহরের প্রবেশমুখে ময়লার স্তূপ ॥  দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৪ নবেম্বর ॥ ফেনী শহরের প্রবেশমুখে ময়লার ভাগাড় করায় পরিবেশ দূষণসহ স্থানীয় জনগণ ও পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। ফেনী শহরের পুরাতন কুমিল্লা সড়কের দেওয়ানগঞ্জ এলাকার পাশে সড়কের দু’পাশে ফেনী পৌর সভা ক’বছর আগে থেকে ময়লা ফেলে আসছে। বর্তমানে এ স্থান দিয়ে পথচারী, যানবাহনে চলাচলকারী যাত্রীরা দুর্গন্ধে অতিষ্ঠ। দুর্গন্ধে আর পরিবেশষ দূষিত হওয়ায় রাস্তার দু’পাশের গাছপালা মরে গেছে। অবস্থা দেখে মনে হচ্ছে এসব বিষয়ে দেখার কেউ নেই। ময়লা আবর্জনার স্তূপের গড়িয়ে পড়া পানিতে পথচারীর দুর্ভোগের পাশাপাশি পুরাতন কুমিল্লা রোডের পাকা রাস্তার বিটুমিন সরে বড় বড় গর্ত হওয়ায় রাস্তায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায় রাস্তা মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুততম তবে পৌর কর্তৃপক্ষ ময়লার স্তূপ সরানো বা দুর্গন্ধ ছড়ানো বন্ধ করতে কোন ব্যবস্থা নেয়ার পদক্ষেপ গ্রহণ করেনি।
×