ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ০৪:১৮, ১৫ নভেম্বর ২০১৭

মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সার্বিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তিনি হাসপাতালের আইসিইউ কনসালট্যান্ট ডাঃ নাজিম উদ্দিনের নেতৃত্বাধীন গঠিত একটি চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ডায়ালাইসিস করার পর ফুসফুসসহ বিভিন্ন স্থানে জমা পানি অপসারণ করা হয়েছে। ক্রিয়েটিনাইনও হ্রাস পেয়েছে। ফলে তিনি যে শঙ্কাজনক অবস্থায় ছিলেন তাতে স্থিতিশীলতা এসেছে বলে তার জামাতা ডাঃ সেলিম আকতার চৌধুরী মঙ্গলবার বিকেলে জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। অপরদিকে, তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার তৎপরতা চলছে। কিন্তু তিনি ও তার সঙ্গে যারা যাবেন তাদের ভিসার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। এছাড়া সিঙ্গাপুর নেয়ার আগে স্কয়ার হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ড আরেক দফা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখবেন। ফলে ঠিক কখন তাকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে তা এখনও নিশ্চিত হয়নি বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। হাসপাতালের আইসিইউতে তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তবে হার্ট ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে আক্রান্ত থাকার কারণে শারীরিক অবস্থা দুর্বল। উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে জরুরী ভিত্তিতে ঢাকায় নিয়ে এখন তার চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।
×