ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাঙ্গরকে ঘুষি মেরে রক্ষা

প্রকাশিত: ০৩:৪৯, ১৫ নভেম্বর ২০১৭

হাঙ্গরকে ঘুষি মেরে রক্ষা

ব্রিটেনের এক চিকিৎসক হাঙ্গরের হামলা থেকে বাঁচতে সেটির চোয়ালে ঘুষি মেরে জান নিয়ে ফিরেছেন। তিনি নিজেও বেশ আহত হয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে সৈকতে সোমবার সার্ফিংয়ে ব্যস্ত ছিলেন ২৫ বছর বয়সী ওই চিকিৎসক। তখন হঠাৎ হাঙ্গরটি তার ডান কাঁধে আঘাত হানে। তিনিও পাল্টা হাঙ্গরের চোয়ালে জোরছে ঘুসি বসিয়ে দেন। পুলিশ জানায়, প্রাণীটি সাড়ে ছয় ফুট লম্বা ছিল। -ইন্ডিপেন্ডেন্ট অনলাইন। ভিক্ষুক ধরিয়ে দিলে ৫০০ রুপী ভারতের হায়দরাবাদের কর্মকর্তারা তাদের শহরকে ভিক্ষুক-মুক্ত করতে একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। এখন থেকে কোন নাগরিক ভিক্ষুক ধরিয়ে দিতে পারলে তাকে পাঁচ শ’ রুপী পুরস্কার দেয়া হবে। ১৫ ডিসেম্বর থেকে তাদের শহর হবে ভিক্ষুক-মুক্ত। এ জন্য আগামী দু’মাস ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হয়েছে। ইভাঙ্কা ট্রাম্পের সফর উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। -বিবিসি অনলাইন।
×