ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে তালেবান হামলায় ২২ পুলিশ নিহত

প্রকাশিত: ০৩:৪৯, ১৫ নভেম্বর ২০১৭

আফগানিস্তানে তালেবান হামলায় ২২ পুলিশ নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে এক ডজনেরও বেশি তল্লাশি চৌকিতে তালেবানের ধারাবাহিক হামলায় ২২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান টুডে। মঙ্গলবার পুলিশ জানায়, ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও ১৫ পুলিশ সদস্য । সোমবার রাতজুড়ে চালানো এসব হামলা চলাকালে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে অন্তত ৪৫ জন নিহত ও আরও ৩৫ জন আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তালেবান হামলাকারীরা পুলিশের ওই তল্লাশি চৌকিগুলোর একটিরও দখল নিতে পারেনি বলে জানিয়েছেন তারা। কান্দাহারের পুলিশ প্রধানের মুখপাত্র জিয়া দুরারানি বলেছেন, অতিরিক্ত সৈন্য ও বিমান হামলার সমর্থন না পৌঁছানো পর্যন্ত প্রতিরোধ করে যায় আমাদের বাহিনী। সিরিয়ায় বিমান হামলায়নিহত ৫৩ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি শহরের মার্কেটে বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সাউথ চায়না মর্নিং পোস্ট। সোমবার আলেপ্পো প্রদেশের আতারেব শহরে তিনবার বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠীটি।
×