ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রয় মুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের নতুন অভিযোগ

প্রকাশিত: ০৩:৪৮, ১৫ নভেম্বর ২০১৭

রয় মুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের নতুন অভিযোগ

রিপাবলিকান দলের সিনেট- সদস্য প্রার্থী রয় মুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন আরও এক নারী। বেভারলিইয়ং নেলসন নামের এ নারীর দাবি, তিনি যখন তরুণী তখন মুর তাকে যৌন নিপীড়ন করেছেন। অভিযোগগুলোর কারণে আলবামা রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য ইভ্যানজেল সম্প্রদায়ের এ রক্ষণশীল প্রার্থীর ওপর দলীয় চাপ বাড়ছে। তার বিরুদ্ধে এ পর্যন্ত যারা যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন, তাদের মধ্যে নেলসন হচ্ছেন পঞ্চম। মুর যে কোন অসদাচারণের অভিযোগ অস্বীকার করছেন এবং এ অভিযোগকে তার নির্বাচনী প্রচার অভিযানের বিরুদ্ধে এক দুষ্ট তৎপরতা বলে উল্লেখ করেছেন। স্টেট সুপ্রীমকোর্টের সাবেক বিচারক মুর সিনেট নির্বাচনে এক ডেমোক্র্যাট আইনজীবীর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন। নেলসন দাবি করেছেন, তার যখন ১৬ বছর বয়স তখন তিনি একটি রেস্তরাঁয় পরিচারিকা হিসেবে কাজ করতেন এবং তখন তার ওপর যৌন নিপীড়ন করেন মুর যার বয়স এখন ৭০ । ১৯৭৮ সালের জানুয়ারির দিকে ওই ঘটনার সময় মুরের বয়স ছিল তার দ্বিগুণ এবং তিনি তখন কাউন্টি জেলা এ্যাটর্নি হিসেবে নিয়োজিত ছিলেন। -এএফপি
×