ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেড়লাখ একর ভূমি জেগে উঠেছে ॥ ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০৮:১৪, ১৪ নভেম্বর ২০১৭

দেড়লাখ একর ভূমি জেগে উঠেছে ॥ ভূমিমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বিগত ১০ বছরে বাংলাদেশের জলসীমায় মোট ২৬ দ্বীপ এবং এসব দ্বীপে মোট ১ লাখ ২৫ হাজার ৩৭০ একর ভূমি জেগে উঠেছে । সোমবার সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, ১০ বছরে বঙ্গোপসাগর তথা নোয়াখালী জেলার জলসীমায় ৫টি দ্বীপ জেগে উঠেছে। দ্বীপগুলো হলো- হাতিয়ার ভাষানচর, স্বর্ণদ্বীপ, চরকবির, চরবন্দনা এবং সুবর্ণচরের রজনীগন্ধা। চরগুলোয় মোট ৭৫ হাজার ৮৭৪ একর জমি জেগে উঠেছে। এছাড়া চট্টগ্রাম জেলাধীন সন্দ্বীপ উপজেলায় ২টি দ্বীপ জেগে উঠেছে- সেটি হলো ঠেঙ্গারচর ও জাহাজ্জ্যোর চর। এতে আনুমানিক ১৮ হাজার ৯১২ দশমিক ৯০ একর জমি জেগে উঠেছে। ঢাকা বিমানবন্দর নিরাপত্তা ঝুঁকিতে এটি সত্য নয়- বিমানমন্ত্রী ॥ এশিয়ার মধ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সবচাইতে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, এ অভিযোগ সত্য নয়। বিমানবন্দরে যে কোন ধরনের হামলা প্রতিরোধে এবং সার্বিক নিরাপত্তা উন্নয়নে সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেডকে নিরাপত্তা পরামর্শক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ করা হয়েছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানান।
×