ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় ঢালাও হোল্ডিং ট্যাক্স বৃদ্ধিতে সংসদে ক্ষোভ

প্রকাশিত: ০৮:১১, ১৪ নভেম্বর ২০১৭

ঢাকায় ঢালাও হোল্ডিং ট্যাক্স বৃদ্ধিতে সংসদে ক্ষোভ

সংসদ রিপোর্টার ॥ নাগরিক সুবিধা বৃদ্ধি না করে ঢালাওভাবে ঢাকা মহানগরে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্তে সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। নির্বাচনের আগে এভাবে ট্যাক্স বৃদ্ধি করে ভোট নষ্ট করছে, ওরা কারা সেই প্রশ্নও তুলেছেন তিনি। সোমবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিভিন্ন পত্র-পত্রিকার খবরের উদ্বৃতি দিয়ে কাজী ফিরোজ রশিদ বলেন, নির্বাচনের আগে হঠাৎ করেই ৩শ’ এক হাজার শতাংশ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে প্রতিদিন আন্দোলন, সংগ্রাম হচ্ছে। এটা নিয়ে একটা বিবৃতকর অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, নির্বাচন সামনে। এই মুহূর্তে এভাবে ট্যাক্স বাড়াল যারা, তারা কি ভোট নষ্ট করার গভীর ষড়যন্ত্র করছে ? সরকারের মধ্যে ওরা কারা ? এত বছর মনে পড়ল না ট্যাক্স বাড়ানোর কথা অথচ নির্বাচনের সামনে ট্যাক্স বাড়িয়ে সমস্ত ঢাকা শহরকে অশান্ত করে দিয়েছে।
×