ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএসসিসির অনলাইনে হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৩, ১৪ নভেম্বর ২০১৭

ডিএসসিসির অনলাইনে হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ নিজের বাড়ির হোল্ডিং ট্যাক্স প্রদান করার মধ্য দিয়ে অনলাইনে হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার দুপুরে নগর ভবনের মেয়র সেলের কনফারেন্স রুমে রাজস্ব বিভাগের রেভিনিউ অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। এ সময় তিনি অনলাইনের মাধ্যমে তার পুরান ঢাকার নাজিরাবাজারের বাড়ির হোল্ডিং ট্যাক্স প্রদান করেন। উদ্বোধনকালে মেয়র বলেন, এখন থেকে ঢাকা দক্ষিণের অধিবাসীরা ঘরে বসে সহজেই অনলাইনের মাধ্যমে তাদের হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। এ কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে ডিএসসিসি কর্তৃপক্ষ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিল। এর মাধ্যমে এখন থেকে কোন বাড়ির মালিককে কষ্ট করে সিটি কর্পোরেশনের অফিসে না এলেও চলবে। সময়মতো অনলাইনের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। ফলে নাগরিকদের হয়রানিও অনেক কমে আসবে। অনুষ্ঠানে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রকল্প পরিচালক আব্দুল খালেক। উপ-প্রকল্প পরিচালক উত্তম কুমার কর্মকার, সচিব মোঃ শাহাবুদ্দিন খান, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, সিস্টেম এ্যানালিস্ট মোঃ আবু তৈয়ব রোকন, প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন, জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়, এটিএন এ্যান্ড আরকে সফটওয়্যারের পরিচালক গৌতম সাহা, পরিচালক সঞ্জয় ঘোষ, নির্বাহী পরিচালক ডাঃ সেলমিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
×