ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৬৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধ যোগ্য

প্রকাশিত: ০৫:৪২, ১৪ নভেম্বর ২০১৭

৬৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধ যোগ্য

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ডায়াবেটিস সারাজীবনের রোগ। এ রোগ সম্পূর্ণ নিরাময় হয় না, কিন্তু প্রতিরোধ সম্ভব। ডায়াবেটিস আছে এমন রোগীদের ৫০ শতাংশই জানে না তাদের ডায়াবেটিস আছে। এ কারণে দেশের সকল মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করতে হবে। ডায়াবেটিস বহুলাংশেই (৬৫% পর্যন্ত) প্রতিরোধ যোগ্য। সোমবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে ‘বিশ^ ডায়াবেটিস দিবস ২০১৭’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ খান। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারডেম হাসপাতালের মহাপরিচালক নাজমুন নাহার, সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, প্রকাশনা ও জনসংযোগ পরিচালক ফরিদ কবির প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের এক হিসেব অনুযায়ী বিশে^ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় ৪২ কোটি। এই অবস্থায় এই রোগের যদি প্রতিরোধ না করা হয় তাহলে ২০৪০ সাল নাগাদ আক্রান্তের সংখ্যা ৬৪ কোটিতে পৌঁছার আশঙ্কা রয়েছে। আরও জানানো হয়, বাংলাদেশে শতকরা ২০ জন মহিলা গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হয়। যেসব মায়ের গর্ভকালীন ডায়াবেটিস হয় তাদের শিশুদেরও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধে ‘গর্ভধারণ পূর্ব সেবা’ দিতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এর জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে ৫০টি গর্ভধারণ পূর্ব সেবা কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে ১৪ নবেম্বর ২০১৭ হতে ১৪ এপ্রিল ২০১৮ পর্যন্ত বিনামূল্যে গর্ভকালীন ডায়াবেটিস পরীক্ষা করা হবে। সেখানে ৬০০ টাকায় গর্ভধারণ পূর্ব সেবা ১৪ নবেম্বর থেকে অব্যাহত থাকবে।
×