ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিইউপিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর আলোচনাসভা

প্রকাশিত: ০৫:৪০, ১৪ নভেম্বর ২০১৭

বিইউপিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর আলোচনাসভা

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ¦ালাময়ী ভাষণকে ইউনেসকো কর্তৃক ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড বা বিশ^ স্মৃতি’ এবং নিউজউইক ম্যাগাজিন কর্তৃক ‘রাজনীতির কবি’ হিসেবে স্বীকৃতি দেয়ায় সোমবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বিজয় অডিটরিয়ামে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের উপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সুদীর্ঘকালের আপোসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ এর ৭ই মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বাঙালী জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”- বঙ্গবন্ধুর এই তেজদীপ্ত ঘোষণাই ছিল প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ গত ৩০ অক্টোবর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো কর্তৃক ‘মেমোরি অব দ্য ইন্টারন্যাশনাল রেজিস্টার’ কর্মসূচীর অধীনে ‘ডকুমেন্টারি হেরিটেজ (প্রামাণ্য ঐতিহ্য)’ হিসেবে স্বীকৃত হয়েছে। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. এ কে আজাদ চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ইউজিসি ও প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ^বিদ্যালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্টার ফর হায়ার স্টাডিজ এ্যান্ড রিসার্চ (সিএইএসআর) এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোফাজ্জেল মাওলা (অব)। আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন বিইউপির উপ উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, বিইউপির উর্ধর্তন কর্মকর্তা, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ। Ñবিজ্ঞপ্তি
×