ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশেষ অভিযানে দুই শতাধিক আইফোন জব্দ

প্রকাশিত: ০৫:৩৯, ১৪ নভেম্বর ২০১৭

বিশেষ অভিযানে দুই শতাধিক আইফোন জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বসুন্ধরা মার্কেট ও গুলশানের মলিক্যাপিটা মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে দুই শতাধিক আইফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার দুপুর থেকে দুটি পৃথক টিম এ অভিযান চালায়। এতে বিটিআরসি ও ডিএমপি পুলিশ ফোর্স অংশ নেয়। বসুন্ধরা মার্কেটে শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক সহিদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি টিম ও গুলশানের মলিক্যাপিটা মার্কেটে উপকমিশনার শরীফের নেতৃত্বে অপর একটি টিম অভিযান চালায়। এ সম্পর্কে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান বলেছেন, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে এই ফোনগুলো আমদানি করা হয়েছিল। শপিং কমপ্লেক্সে অভিযানের খবর পেয়ে বসুন্ধরার ৬ তলা এবং নিচতলার মোবাইল ফোনের অধিকাংশ দোকান বন্ধ করে ফেলেন দোকানিরা। এর মধ্যে অভিযানকারীরা ৩টা দোকানে প্রবেশ করতে সক্ষম হয়। এ তিনটা দোকান থেকেই শতাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযান শেষে সহিদুজ্জামান সরকার জানান, এসব আইফোন নিয়ম বহির্ভূতভাবে আনা হয়েছে, যার নম্বর বিটিআরসির নথিভুক্ত নয়। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে আনার অভিযোগেই এগুলো জব্দ করা হয়েছে।
×