ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুচির সঙ্গে পাওয়া পদক ফিরিয়ে দিলেন আইরিশ অধিকারকর্মী

প্রকাশিত: ০৫:৩৮, ১৪ নভেম্বর ২০১৭

সুচির সঙ্গে পাওয়া পদক ফিরিয়ে দিলেন আইরিশ অধিকারকর্মী

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নির্যাতন সত্ত্বেও নীরব থাকার জন্য মিয়ানমারের নেত্রী আউং সান সুচির সঙ্গে পাওয়া সম্মাননা ফেরত দিয়েছেন আইরিশ গীতিকার ও অধিকারকর্মী বব গেলডফ। সোমবার গেলডফ তার ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ ফেরত দেয়ার সিদ্ধান্তের কথা জানান। বিবিসি। আয়ারল্যান্ডের নাগরিক গেলডফ বলেছেন, সুচির সঙ্গে আমাদের শহরের সম্পর্ক এখন সবার জন্য লজ্জাজনক। সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমাদের শহরের সঙ্গে তার (সুচি) যে বন্ধন তৈরি হয়েছিল, সেজন্য আজ আমরা প্রত্যেকে লজ্জা বোধ করছি। আমরা একদিন তাকে সম্মান জানিয়েছিলাম। কিন্তু তিনি এখন আমাদের হতাশ করেছেন, লজ্জিত করেছেন। রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমার সরকারের অবস্থানে হতাশা প্রকাশের সঙ্গে তা নিয়ে নিশ্চুপ থাকার জন্য স্টেট কাউন্সিলর সুচির সমালোচনা করেন গেলডফ। তিনি বলেন, এখন আমরা তাকে বলব, রোহিঙ্গারা যে নৃশংসতার মুখোমুখি, তা এখনই বন্ধ করুন। আয়ারল্যান্ডের গায়ক-গীতিকার, অভিনেতা গেলডফ রাজনৈতিক আন্দোলনেও সক্রিয়। ২০০৬ সালে ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ সম্মাননা পান তিনি। এ সম্মাননা ২০১২ সালে দেয়া হয় সুচিকে। গেলডফ এক বিবৃতিতে জানান, সোমবারই তিনি ডাবলিনের সিটি হলে গিয়ে তাকে দেয়া সম্মাননা স্মারকটি ফেরত দিয়ে এসেছেন।
×