ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাজারে আসছে পিক্সেল বাডস

প্রকাশিত: ০৫:৩৭, ১৪ নভেম্বর ২০১৭

বাজারে আসছে পিক্সেল বাডস

তারবিহীন হেডফোন ‘পিক্সেল বাডস’র প্রথম চালান সরবরাহ শুরু করেছে গুগল। অক্টোবরে পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল এবং স্মার্ট স্পীকার গুগল হোমের সঙ্গে পিক্সেল বাডস ওয়্যারলেস হেডফোনটি উন্মোচন করে মার্কিন প্রতিষ্ঠানটি। পিক্সেল ২ ইতোমধ্যে বাজারে এলেও এখন পর্যন্ত গ্রাহকের হাতে পৌঁছায়নি। চলতি সপ্তাহেই এটি বাজারে আসবে বলে জানা গেছে। পিক্সেল বাডস’র মূল্য বলা হয়েছে ১৫৯ মার্কিন ডলার। চলতি মাসেই হেডফোনটি বাজারে আনার অঙ্গীকার করেছিল গুগল। অনলাইনে পণ্যের সরবরাহ নিশ্চিতকারী কিছু স্ক্রিনশট থেকে ধারণা পাওয়া গেছে ঠিক সময়েই গ্রাহকের হাতে পৌঁছাবে পিক্সেল বাডস। যেসব গ্রাহক ডিভাইসটি প্রি-অর্ডার করেছেন তারা চলতি সপ্তাহেই পণ্য হাতে পাবেন। গুগল ট্রান্সলেটর মাধ্যমে রিয়েল-টাইমে ভাষার অনুবাদ করতে পারে পিক্সেল বাডস। হেডফোনের সঙ্গে একটি কেস রয়েছে। কেসের মধ্যে থাকা ৬২০ মিলি এ্যাম্পিয়ার ব্যাটারির এক চার্জে এটি কয়েকবার চার্জ করা যাবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এ্যাপল এয়ারপডসের মতো একই কায়দায় এ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে পিক্সেল বাডস। হেডফোনের কেসটি খোলা হলে তা স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনের সঙ্গে যুক্ত হবে। গুগল এই ফিচারটির নাম বলছে ‘ফাস্ট পেয়ার’। হেডফোনটি ব্যবহার করতে স্মার্টফোনের এ্যান্ড্রয়েড সংস্করণ মার্শমেলো বা তার পরের সংস্করণ হতে হবে। -আইএএনএস
×