ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুব এশিয়া কাপ ক্রিকেট

মালয়েশিয়াকে ২৬২ রানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:১২, ১৪ নভেম্বর ২০১৭

মালয়েশিয়াকে ২৬২ রানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ মালয়েশিয়ায় যুব এশিয়া কাপ ক্রিকেটে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়া অনুর্ধ-১৯ দলকে ২৬২ রানে বিধ্বস্ত করে বাংলাদেশ। তৌহিদ হৃদয়ের ১২০ রানের দুর্দান্ত ইনিংসে ৬ উইকেটে ৩৩৫ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে মালয়েশিয়া নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে মাত্র ৭৩ রান করতে সক্ষম হয়। উল্লেখ্য, প্রথম ম্যাচে নেপাল যুব দলকে ২ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন ‘এ’ গ্রুপের শীর্ষে। আজ ভারতীয় যুবাদের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচ। শীর্ষ দুটি দল যাবে সেমিফাইনালে, সেই পথে অনেকখানিই এগিয়ে গেছে সাইফ হাসানের দল।সোমবার টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের যুবারা। দলীয় মাত্র ৩৬ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। এরপর তৃতীয় উইকেটে ১৯২ রানের বিশাল জুটি গড়েন অধিনায়ক সাইফ ও হৃদয়। সাইফ ১০৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৯০ রানে সাজঘরে ফিরলে জুটি ভাঙ্গে। তবে হৃদয় সেঞ্চুরি আদায় করে নেন। তিনি ১২০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ১২০ রান করে আউট হন। শেষদিকে আমিনুল ইসলাম মাত্র ১৭ বলে ২ চার, ৪ ছক্কায় ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ৩৩৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জবাব দিতে নেমে বাংলাদেশী বোলারদের দাপটে শুরু থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে মালয়েশিয়া। শুধু ওপেনার ও অধিনায়ক বীরনদীপ সিং দৃঢ়তা দেখিয়ে ১৩০ বলে ৫ চারে ৪৬ রান করে আউট হন। আর কেউ দুই অঙ্কের কোটাতেই পৌঁছুতে পারেননি। স্কোর ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ ইনিংস- ৩৩৫/৬; ৫০ ওভার (হৃদয় ১২০, সাইফ ৯০, আমিনুল ৩৯*; হাফিজ ৪/৭৮, আজিজ ২/৯৬)। মালয়েশিয়া অনুর্ধ-১৯ ইনিংস- ৭৩/৮; ৫০ ওভার (বীরনদীপ ৪৬; শাখাওয়াত ৩/১৮, আফিফ ২/১৯)। ফল ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ২৬২ রানে জয়ী।
×