ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক প্রীতি ফুটবল, আজ রাতে মুখোমুখি আর্জেন্টিনা-নাইজিরিয়া, রাশিয়া-স্পেন, জার্মানি-ফ্রান্স ও পর্তুগাল-যুক্তরাষ্ট্র, খেলছেন না মেসি

লন্ডনে ইংল্যান্ড-ব্রাজিল মহারণ

প্রকাশিত: ০৫:১২, ১৪ নভেম্বর ২০১৭

লন্ডনে ইংল্যান্ড-ব্রাজিল মহারণ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ রাতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের হাট বসছে। তবে সবার দৃষ্টি বেশি থাকবে ইংল্যান্ড-ব্রাজিল, আর্জেন্টিনা-নাইজিরিয়া ও জার্মানি-ফ্রান্স ম্যাচে। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে নেইমারদের আতিথ্য দিচ্ছে ইংলিশরা। আফ্রিকার সুপার ঈগলদের বিরুদ্ধে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা। আজ রাতের অন্যান্য ম্যাচে মুখোমুখি হচ্ছে স্লোভাকিয়া-নরওয়ে, রাশিয়া স্পেন, রোমানিয়া-হল্যান্ড, হাঙ্গেরি-কোস্টারিকা, অস্ট্রিয়া-উরুগুয়ে, বেলজিয়াম-জাপান, ওয়েলস-পানামা ও পর্তুগাল-যুক্তরাষ্ট্র। এছাড়া আজ বিকেলে সার্বিয়ার বিরুদ্ধে খেলবে এশিয়ার সুপার পাওয়ার দক্ষিণ কোরিয়া। আর চীন খেলবে কলম্ভিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ড সফরে ব্রাজিল কোচ টিটে জাপান সফরকারী দলটির একাদশে কিছুটা পরিবর্তন আনবেন বলে ধারণা করা হচ্ছে। যেখানে যুক্ত হতে পারেন নেইমারের পিএসজি সতীর্থ দানি আলভেজ ও মারকুইনহোস। সেই সঙ্গে মূল একাদশে সুযোগ দিতে পারেন ফিলিপ কুটিনহো ও দিয়াগোকেও। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তারুণ্যনির্ভর দল নিয়েও গোলশূন্য ড্র করতে পারায় ইংলিশ শিবিরেও বইছে ইতিবাচক ফুটবলের প্রত্যাশা। ইনজুরির কারণেই মূলত অনভিজ্ঞ দল নিয়ে প্রীতি ম্যাচ খেলতে হচ্ছে ইংলিশদের। কোচ গ্যারেথ সাউথ গেটের কারণে যে পাঁচজন খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত হওয়ার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে কোচকে বেশি মুগ্ধ করেছেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ও ধারে ক্রিস্টাল প্যালেসে খেলা চেলসির মিডফিল্ডার রুবেন লফটাস-চিক। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের জন্য দলটিতে আরও কয়েকটি নতুন মুখ সুযোগের অপেক্ষায় রয়েছেন। এরা হলেন, বার্নেমাউথের মিডফিল্ডার লুইস কুক, লিভারপুলের ফরোয়ার্ড ডোমিনিক সোলানকি এবং ম্যানচেস্টার সিটির তরুণ গোলরক্ষক এ্যানগাস গান। জার্মানির বিরুদ্ধে ইংলিশ দলের নেতৃত্ব দেয়া টটেনহ্যাম হটস্পার তারকা এরিক ডায়ার বলেন, আমার মনে হয় জার্মানির বিরুদ্ধে আমরা ভাল করেছি। এখন আমাদের সেটি ধরে রাখতে হবে। শুধু ব্রাজিলের বিপক্ষে নয়, আগামীতে অনুষ্ঠিতব্য সব ম্যাচেই। এদিকে জার্মানি ও ফ্রান্সের হাইভোল্টেজ ম্যাচেও দৃষ্টি সবার। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে দলের তারকা স্ট্রাইকার অলিভিয়ে জিরুডকে পাচ্ছে না ফ্রান্স। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এক বিবৃতির মাধ্যমে এটি নিশ্চিত করেছে। শুক্রবার ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পায় ফ্রান্স। ম্যাচটিতে ডান ঊরুতে চোট পান জিরুড। ওয়েলসের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২৯তম গোল করা এই আর্সেনাল ফরোয়ার্ড ইনজুরির কারণে জার্মানির বিপক্ষে খেলতে পারছেন না। অবশ্য জিরুড না থাকলেও খুব একটা চিন্তায় পড়তে হচ্ছে না ফ্রান্সকে। এ্যান্টনিও গ্রিজম্যানের সঙ্গে শক্তিশালী এ্যাটাক গড়ে তোলার জন্য এ্যান্থনি মার্শিয়াল ও আলেকজান্ডার ল্যাকাজেতেকে পাচ্ছে ফরাসীরা। ইনজুরির কারণে জিরুডকে আগেভাগেই আর্সেনালে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে ফ্রান্স। তবে এখনও তার বিকল্প ঠিক করেননি কোচ দিদিয়ের দেশম। এদিকে মেসিকে সতেজ রাখতে তাকে বিশ্রাম দিয়েছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, নাইজিরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে আর্জেন্টিনা। বার্সিলোনার হয়ে এ মৌসুমে প্রায় সব ম্যাচে খেলেছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন ১৬ গোল। ক্লাব ও জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় কাটানো পাঁচবারের বর্ষসেরা ফুটবলার নাইজিরিয়ার বিপক্ষে না খেলার কারণ হিসেবে বিশ্রামের প্রয়োজনীয়তার কথাটিই বিশেষ করে জানিয়েছেন।
×