ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধোনি-বিতর্কে ‘কৌশলী’ সৌরভ

প্রকাশিত: ০৫:০৯, ১৪ নভেম্বর ২০১৭

ধোনি-বিতর্কে ‘কৌশলী’ সৌরভ

স্পোর্টস রিপোর্টার ॥ মহেন্দ্র সিং ধোনির টি২০ সামর্থ্য নিয়ে ওঠা বিতর্কে কৌশলী অবস্থানে সৌরভ গাঙ্গুলী। কলকাতার দাদাবাবু এক সময়ের সতীর্থকে পুরোপুরি বাতিল করে দেননি, আবার আবেগে গা ভাসাননি। ধোনির টি২০ সামর্থ্য নিয়ে প্রশ্ন রয়েছে তারও। ভারতকে দু-দুটি বিশ্বকাপ (২০০৭ টি২০ ও ২০১১ ওয়ানডে) জেতানো অধিনায়ক তার ব্যাটিংটাকে যে ধুন্ধুমার ক্রিকেটের সঙ্গে ঠিক তাল মেলাতে পারছেন না, এটাও তো বাস্তবতা। ‘ধোনির টি২০ রেকর্ড ওয়ানডের মতো ভাল নয়। আশা করি, অধিনায়ক বিরাট কোহলি আর টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে ওর সঙ্গে আলাদা করে বসে কথা বলবে। খেলোয়াড় হিসেবে ধোনির সামর্থ্য তো সত্যি অবিশ্বাস্য। টি২০টা ও যদি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে খেলে, এখানেও হয়ত সাফল্য আসবে!’ ঘুরিয়ে বললেও সৌরভের কথায় কিন্তু ধোনির টি২০ সীমাবদ্ধতারই ইঙ্গিত মেলে! ধোনি এখন ওয়ানডেতেই বেশি সফল বলেই মনে করেন সাবেক অধিনায়ক। সৌরভ আরও যোগ করেন, ‘আমি মনে করি, ওর ওয়ানডে খেলে যাওয়া উচিত। আর টি২০টা ওকে অন্যভাবে খেলতে হবে। এখানে ওকে অনেক স্বাধীনতা নিয়ে খেলতে হবে। এখন নির্বাচকদের দায়িত্ব হলো ওকে কীভাবে খেলানো হবে, সেটি ঠিক করে দেয়া।’ একদিন আগেই বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব বলেছিলেন, ‘ধোনিকে নিয়ে এত কথা হচ্ছে কেন? শচীন তো ৩৮ বছরে এসে বিশ্বকাপ জিতেছে। ধোনি ২০২০ টি২০ বিশ্বকাপেও খেলতে পারে। যদিও তখন ওর বয়স প্রায় ৪০ হয়ে যাবে।’ ধোনির টি২০ সামর্থ্য নিয়ে ওঠা তুমুল বিতর্কের পাশাপাশি ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজে হারদিক পান্ডিয়াকে বিশ্রাম দেয়ায় অবাক হয়েছেন সৌরভ, ‘আমি সত্যিই বিস্মিত। আমি জানি না, ওর কি চোট রয়েছে? মাত্র তিন টেস্ট খেলেছে। এখনই নিয়মিত খেলা চালিয়ে যাওয়ার বয়স। জানি না, সঠিক কারণ কী? আশা করছি, ও ফিট রয়েছে।’ ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টি২০তে হারের পর সাবেক তারকা ক্রিকেটার ও ভারতের কোচ বাছাই কমিটির অন্যতম উপদেষ্টা ভিভিএস লক্ষণ বলেছিলেন, ধোনির আসলে টি২০ খেলার যোগ্যতা নেই! অজিত আগারকার বিতর্কটাকে উস্কে দিয়েছিলেন। তবে গ্রেট সুনীল গাভাস্কার, বিশ্বজয়ী সেনাপতি কপিল দেব, সাবেক মারকাটারি উইলোবাজ বীরেন্দর শেবাগ, এমনকি বর্তমান অধিনায়ক কোহলিও ধোনির পাশে দাঁড়িয়েছেন। মুখ খুলেছেন ধোনি নিজেও। বলেছেন, ‘সবারই নিজস্ব মতামত আছে। আমার আসলে কিছু বলার নেই!’ ও হ্যাঁ, কোহলির পর ভারতীয় দলে বর্তমানে অন্যতম ক্ষমতাধর মানুষ রবি শাস্ত্রীও (প্রধান কোচ) ধোনির হয়ে ব্যাট ধরেছেন। বলেছেন, ‘ওর মতো একজন কিংবদন্তি জানে, কখন অবসর নিতে হবে।’ টেস্ট ছেড়েছেন, রঙিন পোশাকের নেতৃত্ব ছেড়ে ৩৬ বছর বয়সী ধোনি এখন ওয়ানডে-টি২০তে খেলছেন সাধারণ সদস্য হিসেবে।
×