ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা-খুলনা ও কুমিল্লা-চিটাগং মুখোমুখি

শীর্ষে ওঠার সুযোগ আজ তিন দলের

প্রকাশিত: ০৫:০৯, ১৪ নভেম্বর ২০১৭

শীর্ষে ওঠার সুযোগ আজ তিন দলের

মোঃ মামুন রশীদ ॥ শনিবার ঢাকা পর্ব শুরুর পর টানা দু’দিন খেলা হয়েছে। তবে সোমবার ছিল বিরতি। সেই বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের খেলা। এবারই প্রথম বিপিএলের খেলা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে স্টেডিয়াম অভিমুখে দর্শকদের ঢল চোখে পড়লেও ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দেখা যায়নি দর্শকদের তেমন আনাগোনা। তবে একদিন বিরতির পর আজ ভক্ত-সমর্থকদের উপস্থিতি বাড়বে এমনটাই আশা করা হচ্ছে। বিশেষ করে আগের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের হয়ে যেভাবে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সাবেক পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদি, তাতে তার ‘বুম বুম’ ব্যাটিং দেখতেই আসবেন ক্রিকেটপ্রেমীরা। আজ টানা দুই জয় তুলে নেয়া বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে পরপর দুই ম্যাচ জেতা খুলনা টাইটান্সের। ম্যাচটি দুপুর ১টায় শুরু হবে। সন্ধ্যা ৬টায় অপর ম্যাচে বিপর্যস্ত চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে সর্বশেষ ম্যাচে বিশাল জয় তুলে নেয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ জিতলেই সিলেট সিক্সার্সকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ঢাকা, কুমিল্লা ও খুলনার। প্রথম ম্যাচেই হার দেখেছিল ঢাকা, খুলনা, কুমিল্লা ও চিটাগং। তবে চিটাগং ছাড়া এরপর টানা দুটি করে জয় তুলে নিয়ে এখন বেশ ভাল অবস্থায় আছে বাকি তিনটি দল। তাই আজকের দুটি ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিটাগং ভাইকিংসেরই। দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ২০১৫ সালের চ্যাম্পিয়ন কুমিল্লা। সর্বশেষ ম্যাচে তারা গত আসরের রানার্সআপ রাজশাহী কিংসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে। দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও হয়েছে ভাল। দলগত নৈপুণ্যে উদ্ভাসিত দলটি তাই এখন বেশ ফুরফুরে মেজাজেই আছে। আফগানিস্তানের অফস্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবি দারুণ নেতৃত্ব দেয়ার পাশাপাশি বল হাতেও ম্যাজিক দেখিয়ে চলেছেন। তিনি টানা দুটি জয় এনে দিয়েছেন দলকে আর লেগস্পিনার রশিদ খানও আছেন দুর্দান্ত ফর্মে। রানে ফিরেছেন ইমরুল কায়েস। টপঅর্ডাররা জ্বলে উঠেছেন। আজ সেখানে শক্তিমত্তা আরও বাড়ছে কুমিল্লার। দলের আইকন ও দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ফিরছেন বলেই জানা গেছে দলীয় সূত্রে। ইনজুরির কারণে তিন ম্যাচ খেলতে পারেননি তিনি। আজ তিনি ফিরলে কুমিল্লার ব্যাটিং শক্তি আরও বাড়বে নিশ্চিতভাবে। সেই দলটির বিরুদ্ধে চিটাগংকে বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। এখন পর্যন্ত নিজেদের নৈপুণ্যে কোন ধারাবাহিকতা দেখাতে পারেনি দলটি। প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে জয় এবং তৃতীয় ম্যাচে আবার হার দেখেছে তারা। কুমিল্লার বিরুদ্ধে তাদের আবার জয়ে ফেরার লড়াই। মিসবাহ-উল-হকের দলটি মূলত ব্যাটিং ব্যর্থতায়ই ভুগছে। সেটা কাটিয়ে ওঠার লড়াইও করতে হবে তাদের। দেশের সবচেয়ে মনোরম ও সুদৃশ্য স্টেডিয়াম হিসেবে খ্যাত এ মাঠে বেশ জমজমাট ছিল চলমান পঞ্চম আসর। ম্যাচের সৌন্দর্য, উত্তেজনা কিংবা আকর্ষণটাকে বহুগুণে বাড়িয়ে দেয় দর্শক উপস্থিতি। সিলেটের সব ম্যাচেই ছিল বিপুলসংখ্যক দর্শক উপস্থিতি। কিন্তু ঢাকা পর্বের শুরুর দিন থেকেই একেবারে ম্যাঁড়মেঁড়ে হয়ে পড়েছে বিপিএল। কারণ দর্শকশূন্যতা। টানা দু’দিনই একই চিত্র দেখা গেছে। এর পেছনে কারণ হতে পারে বিপিএলে বিপুলসংখ্যক বিদেশী তারকা ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভেড়ালেও সবার উপস্থিতি এখন পর্যন্ত ঘটেনি। টি২০ ক্রিকেটের মহাতারকাদের মধ্যে শুধু আফ্রিদিই এখন পর্যন্ত এসেছেন। তাই মাঠে ঢাকার নৈপুণ্যেও এসেছে দারুণ পরিবর্তন। শনিবার প্রথম নেমেই তিনি ব্যাট হাতে ঝড় তুলে দর্শকদের আনন্দ দিয়েছেন মাত্র ১৭ বলে ৩৭ রান করে। চার-ছক্কা হাঁকানোর এ ফরমেটে অন্যতম বিগ হিটার হিসেবে সম্প্রতি প্রতিষ্ঠিত করা ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইসও নিয়মিত ঝড় দেখিয়ে চলেছেন। এছাড়া কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিও আছেন দলে। বোলিংয়ে আরেক ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইন থাকার কারণে শক্তিমত্তায় দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল চ্যাম্পিয়নরা। পেস বোলিংয়ে তরুণ আবু হায়দার রনি উজ্জ্বলতা ছড়িয়ে যাচ্ছেন। এ কয়েকজন আজ আবার জ্বলে উঠলে ঢাকার টানা তৃতীয় জয় তুলে নেয়া ঠেকানো বেশ কঠিনই হবে খুলনার জন্য। তবে ঢাকার জন্য অস্বস্তিকর বিষয় হচ্ছে আইকন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন পর্যন্ত ব্যাটে-বলে নিষ্প্রভ! তারও নিজেকে ফিরে পাওয়ার ম্যাচ আজ। তবে এরপরও কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে ঢাকাকে। কারণ টানা দুই জয় তুলে নিয়ে এখন খুলনাও বেশ উজ্জীবিত। সিলেটে দুর্বার সিক্সার্সকে প্রথম দল হিসেবে ধাক্কা দিয়েছিল তারা বড় ব্যবধানে হারিয়ে। ঢাকা পর্বের শুরুতেও চিটাগংকে উড়িয়ে দিয়েছে আর এই ম্যাচে জয় পেতে মুখিয়ে থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের দলটি। কারণ যে দল জয়ী হবে তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে।
×