ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চতুর্থ সন্তানের বাবা হলেন রোনাল্ডো

প্রকাশিত: ০৫:০৮, ১৪ নভেম্বর ২০১৭

চতুর্থ সন্তানের বাবা হলেন রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ খেলার মাঠে সফল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ব্যক্তিগত জীবনেও সফল। দারুণ সুখী পর্তুগীজ তারকা চার নম্বর সন্তানের বাবা হয়েছেন। সংখ্যাটাকে ভবিষ্যতে তিনি আরও বাড়াতে চান। এটা সাতও হতে পারে! কারণ সাত নম্বর সংখ্যাটা রোনাল্ডোর প্রিয় এটা সবারই জানা। গত বছর গ্রীষ্মে যমজ সন্তানের বাবা হয়েছিলেন রোনাল্ডো। এর পরই শোনা গিয়েছিল, আবার বাবা হতে যাচ্ছেন তিনি। কদিন আগে সন্তানের নামও ঠিক করে রেখেছিলেন তিনি, এ্যালানা মার্টিনা। রবিবার রাতে তার চতুর্থ সন্তান পৃথিবীর আলো দেখেছে। রিয়াল মাদ্রিদ তারকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন। পর্তুগীজ অধিনায়ক দ্বিতীয় কন্যাসন্তান জন্মের সময় স্ত্রীর পাশেই ছিলেন। এখন পর্তুগীজ তারকার দুই ছেলে আর দুই মেয়ে। নিজের অফিসিয়াল এ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। রোনাল্ডোর প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের বয়স এখন সাত। রাশিয়ান সুপারমডেল ইরিনা শায়াকের ঘরেই এসেছিল তার প্রথম সন্তান। তার সঙ্গে রোনাল্ডো সম্পর্ক চুকেবুকে যাওয়ার পরই এই পর্তুগীজ তারকা সম্পর্কে জড়ান স্পেনের জর্জিনা রড্রিগুয়েজের সঙ্গে। নিজের টুইটারে ৩২ বছর বয়সী রোনাল্ডো রড্রিগুয়েজের পাশে সাত বছরের ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র ও এ্যালানাসহ একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এ্যালানা মার্টিনা মাত্রই জন্মগ্রহণ করেছে। জর্জিনা ও এ্যালানা সুস্থ আছে, আমরা সবাই খুব খুশী। ক্রিশ্চিয়ানো জুনিয়র ছাড়াও রোনাল্ডো ও জর্জিনার অপর দুই যমজ সন্তানের নাম ইভা ও মাতেও। রোনাল্ডোর চতুর্থ সন্তানটি জন্ম নেয়ার সম্ভাব্য তারিখ ছিল ২১ নবেম্বর। এ কারণেই আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের কোচ ফার্নান্ডো সান্টোস রোনাল্ডোকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রীতি ম্যাচে দলের বাইরে রেখেছিলেন। এদিকে দারুণ এই সময়ে বাজে একটি কথা শুনতে হয়েছে রোনাল্ডোকে। তারকা এ ফরোয়ার্ডের রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা বলেছেন, রোনাল্ডো নাকি তার চেয়েও বেশি স্বার্থপর। ২০০৯-১০ মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে একসঙ্গে খেলছেন বেনজেমা ও রোনাল্ডো। দুজনেই দুজনকে বেশ ভালমতো চিনে গেছেন এই কয় বছরে।
×