ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছেলের বিরুদ্ধে পিতার মামলা

প্রকাশিত: ০৪:৩৯, ১৪ নভেম্বর ২০১৭

ছেলের বিরুদ্ধে পিতার মামলা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৩ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মদ্যপ ছেলের অত্যাচার সইতে না পেরে পিতা-মাতা মামলা দায়ের করেছেন। তাকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করছেন তারা। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায়। ভুক্তভোগী পিতা জানান, তার ছেলে সৈয়দ আলী নেওয়াজ ওরফে রাসেল দীর্ঘদিন যাবৎ মদ্যপ হয়ে সংসারে নানা অশান্তির সৃষ্টি করছে। স্থানীয় মাতাবরদের জানালে সে আরও ক্ষিপ্ত হয়ে তাকে ও তার স্ত্রীকে বঁটি দিয়ে কোপাতে আসে। এভাবে একাধিকবার পিতা-মাতা উভয়কে পিটিয়েছে কুলাঙ্গার রাসেল। অবশেষে ছেলেকে বশে আনতে না পারায় আইনের আশ্রয় নিয়েছেন তিনি। এক শ’ এতিমকে শীতবস্ত্র প্রদান স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এক শ’ এতিমকে শীতবস্ত্র (জ্যাকেট) দিয়েছে শিল্পপ্রতিষ্ঠান নীলসাগর গ্রুপ। সোমবার দুপুরে নীলফামারী সরকারী শিশু পরিবারে গিয়ে নিজ হাতে এতিমদের শীতবস্ত্র তুলে দেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন। এ সময় সমাজসেবা অধিদফতর নীলফামারীর উপ-পরিচালক ইমাম হাসিম, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ফরহাদ হোসেন, নীলসাগর গ্রুপের পরিচালক মমিনুর রহমান রঞ্জু, আব্দুল আজিজ, আব্দুর রশিদ মুক্তি উপস্থিত ছিলেন। এ ছাড়া শিশু পরিবার থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা করিমুল ইসলামের উচ্চ শিক্ষার ব্যয়ভার গ্রহণের দায়িত্ব নেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান।
×