ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে ছুরিকাঘাতে প্রাণ হারাল কিশোর

প্রকাশিত: ০৪:৩৯, ১৪ নভেম্বর ২০১৭

পার্বতীপুরে ছুরিকাঘাতে প্রাণ হারাল কিশোর

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৩ নবেম্বর ॥ ত্রিভুজ প্রেমের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ হারালো কিশোর প্রেমিক জাহিদ হাসান ওরফে শুকুর (১৪)। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু রবিউল আলম (১৫)। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের মহিলা কলেজ সড়কে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ শহরের ধুপিপাড়া মহল্লার মামুন ওরফে হংকংয়ের একমাত্র ছেলে। দুই বন্ধু শহরের নতুন বাজারের একটি কাপড়ের দোকানে কাজ করত। পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, নিহত জাহিদ হাসান ও কুলিপাড়া মহল্লার তৈয়বুর রহমানের ছেলে ডিপজলের সঙ্গে শহরের পাবলিক স্কুলের ৭ম শ্রেণীর এক ছাত্রীর ত্রিভুজ প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে দুই প্রেমিকের মধ্যে বিরোধ দেখা দেয়। সম্প্রতি তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। সোমবার সকালে ক্লাস শুরুর আগে পাবলিক স্কুলের সামনের সড়কে দুই প্রেমিক জাহিদ হাসান ও ডিপজল ও তাদের সঙ্গীসহ অবস্থান নেয়। এ সময় ডিপজলের নেতৃত্বে ৮-১০ কিশোর ধারালো চাকু নিয়ে জাহিদ হাসান ও নুরনগর মহল্লার মতিয়ারের ছেলে রবিউল আলমের (১৫) ওপর হামলা চালায়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদ হাসান ও রবিউল ইসলাম গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমúেøক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন সন্ধ্যা ৬ টায় জাহিদ হাসান শুকুর মারা যায়। টঙ্গীতে যুবক নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, রবিবার রাত ১১টার দিকে খাঁপাড়া রোডের শেষ মাথায় দেলোয়ার হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্তরা। তার বাবার নাম নয়ন মল্লিক। গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদোয়ারে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ ও এলাকাবাসী কেউ বলতে পারছে না। তার লাশ সোমবার সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর হাসপাতালে পাঠানো হয়। সদর থানার এসআই জানান, দেলোয়ার হোসেন পাঁচ দিন আগে বড় দেওড়া এলাকায় ফজিলত বেগমের ভাড়া বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। সকালে ওই কক্ষের দরজা বাইরে থেকে তালা বন্ধ দেখে বাড়ির লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ওই কক্ষের তালা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। বাগেরহাটে লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, রনি মল্লিক ওরফে টারজান নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে শহরের সরুই মাদরাসা এলাকায় লতিফ ডাক্তারে তালভিটার ভাড়া বাসার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রনি সেকেন্দার মল্লিকের ছেলে। সেকেন্দার মল্লিকের বাড়ি সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে। গোদাগাড়ীতে আদিবাসী কৃষক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, গোদাগাড়ী উপজেলার আদারপাড়া গ্রাম থেকে এক আদিবাসী কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শ্যামল কু-ু (৪৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। শ্যামল দুর্গাপুর গ্রামের মৃত শেন দাশের ছেলে। শ্যামলের স্ত্রী দশরতি রানীর বরাত দিয়ে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, শ্যামল দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে রবিবার রাতে বাড়ির পেছনে একটি বাবলা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাউফলে তরুণ নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, মফিজুর রহমান (২৮) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ কালাইয়া ইউনিয়নের দক্ষিণ আয়নাবাজকালাইয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। মফিজুর রহমান ওই গ্রামের জয়নাল বয়াতির ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক।
×