ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আড়াই হাজার টাকার জন্য চৌগাছার স্বাস্থ্যকর্মীকে হত্যা

প্রকাশিত: ০৪:৩৮, ১৪ নভেম্বর ২০১৭

আড়াই হাজার টাকার জন্য চৌগাছার স্বাস্থ্যকর্মীকে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার ইয়াসির আরাফাত পলাশ হত্যা মামলার ক্লু উদ্ঘাটনের দাবি করেছে সদর থানা পুলিশ। তার ডিশ ব্যবসার সাবেক কর্মচারী বিধান পাওনা ২ হাজার ৫শ’ টাকার জন্য পলাশকে হত্যা করে বলে পুলিশের দাবি। নিহত পলাশের মানিব্যাগ উদ্ধার হলেও হত্যাকারী বিধানকে গ্রেফতার বা নিহত পলাশের সুজুকি জিক্সার মোটরসাইকেলটি এখনও উদ্ধার হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ‘বিভিন্ন ক্লু ধরে শনিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের মানিক কুমার দাস ওরফে সন্ন্যাসীকে আটক করা হয়। রবিবার সে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। জবানবন্দীতে সে আদালতকে জানায়, ‘পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে বিধান তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।’ একইদিন আদালত আসামির জবানবন্দী গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিধান পলাশের ডিশ ব্যবসার সাবেক কর্মচারী। পলাশ নিহত হওয়ার পর বিধানই প্রথম তার চাচাতো ভাই সাকিবুলকে মোবাইল ফোনে জানায় তোমার ভাইকে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। গত ২ নবেম্বর সকালে বিধানের হাতুড়ির আঘাতে পলাশ খুন হন।
×