ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চৌগাছায় দম্পতিকে মারপিট ॥ বাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৪:৩৭, ১৪ নভেম্বর ২০১৭

চৌগাছায় দম্পতিকে মারপিট ॥ বাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় এক ইউপি সদস্যের সামনে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যবয়সী স্বামী-স্ত্রীকে মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। চৌগাছা ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামের কানাইলাল বিশ্বাসের ছেলে সন্তোষ বিশ্বাস বাওড়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী চম্পা রানী বিশ্বাস বাড়িতে ছোটখাট মুদি ব্যবসা করেন। সন্তোষ বিশ্বাসের পিতার ১১ কাঠা জমি তার ভগ্নিপতির মাধ্যমে দুই ভাই কিনে নেন। ছোটবেলায় সাপে কামড়ানোয় সন্তোষের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী। এই ১১ কাঠা জমিতে নজর পড়ে এক সময় বেড়গোবিন্দপুর বাওড় দখল করে রাখা প্রভাবশালী মহলের। তারা সন্তোষের এই জমিতে পূজা করার ছলে দখল করতে চায়। গত পূজার আগের পূজায় জোরপূর্বক সন্তোষের জমিতে পূজাম-প বসায়। পূজার কিছুদিন পরে সন্তোষের একমাত্র মেয়ে মারা যায় এবং তার পর থেকেই একমাত্র ছেলেও কিছুটা মানসিক প্রতিবন্ধী হয়ে যায়। এই সুযোগ নিয়ে প্রভাবশালী ওই মহল গ্রামের মেম্বারকে নিয়ে সোমবার সকালে গ্রামের লক্ষী বিশ্বাসের ছেলে তপন, প্রভাতের ছেলে তারক, গোসাইয়ের ছেলে খোকন, অধিরের ছেলে অভিজিৎ, ধীরেনের ছেলে অজিৎ, গোবিন্দের ছেলে সবুজ, খোকনের ছেলে কালিচরনসহ সন্তোষের বাড়িতে এসে তাকে ব্যাপক মারপিট করে। সন্তোষের স্ত্রী চম্পা রানী এগিয়ে এলে তাক্ওে মারপিট করে দুর্বৃত্তরা। এ সময় তাদের বাড়িও ভাংচুর করে তারা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। সন্তোষ এবং তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
×