ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে ৩ জঙ্গীর কারাদন্ড-

প্রকাশিত: ০৪:৩৬, ১৪ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে ৩ জঙ্গীর কারাদন্ড-

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রূপগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় জেএমবির তিন সদস্যকে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড- দিয়েছে আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৭ এর বিচারক কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ড-প্রাপ্ত আসামিরা হলেন আব্দুল্লাহ আল নাঈম, সাইফুল ইসলাম ও তৈয়বুর রহমান। উল্লেখ্য, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর র‌্যাব-১১ এর একটি দল টাঙ্গাইল জেলার বাইপাস এলাকা থেকে অস্ত্র, ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য, পাওয়ার জেল, হ্যান্ড গ্রেনেড বডিসহ জেএমবির সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০০৭ সালের ৭ জানুয়ারিতে র‌্যাব রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে করে। রিমান্ডে সে স্বীকার করে সে (সাইফুল) জেএমবির সক্রিয় সদস্য। নারায়ণগঞ্জে তার অপর সহযোগীদের কাছে বিপুল পরমাণ অস্ত্র ও গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড রয়েছে। ওই রাতেই পুলিশ সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তৈয়বুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে যান। তখন তৈয়বুর রহমান জানায়, অস্ত্রগুলো সহযোগী আব্দুল্লাহ্ আল নাঈমের বাড়িতে রেখেছে। পরে র‌্যাব তাদেরসহ রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় গেলে সেখানে তার বাসার ঘাটের নিচ থেকে বাজারের ব্যাগে মোড়ানো অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার করে। পিস্তলসহ আটক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া এলাকা থেকে রবিবার রাতে ৬ টি পিস্তল ১৮ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন ও ১টি রামদাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মজনু মিয়া। শরীয়তপুরে নির্বাহী প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৩ নবেম্বর ॥ নিয়ম বর্হিভূতভাবে সরকারী উন্নয়নমূলক কাজের দরপত্র আহ্বান করায় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ আহমেদসহ ৪ জনের বিরুদ্ধে শরীয়তপুর যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আর কে কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোঃ খান এ মামুন রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য বিবাদীরা হলেন এলজিইডির প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও জেলা প্রশাসক। এ বিষয়ে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ আহমেদ মুঠোফোনে বলেন, সরকার ওএমটি (ওপেন টেন্ডার মেথট) পদ্ধতিতে দরপত্র আহ্বান করার নিয়ম করায় আমরা সে পদ্ধতিতেই দরপত্র আহ্বান করছি। যখন এলটিএম (লিমিডেট টেন্ডার মেথট) পদ্ধতিতে দরপত্র আহ্বান করার নিয়ম করবে তখন আমরা সেভাবেই দরপত্র আহ্বান করব।
×