ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রকাশিত: ০৪:৩৪, ১৪ নভেম্বর ২০১৭

বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৩ নবেম্বর ॥ দুর্গাপুরে বিনামূল্যে প্রবীণ, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের চক্ষু ও সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস এসডিডি প্রকল্পের আয়োজনে দুর্গাপুর ও কুল্লাগড়া ইউনিয়নের সেবা গ্রহণকারীদের উদ্দেশ্যে ক্লাস্টার কোঅর্ডিনেটর পল পালু নকরেকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা। প্রধান অতিথি দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান এ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথির আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সেকেন্দ্র, এলটুস নকরেক, প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, সিনিয়র সাংবাদিক সাহাদাত হোসেন কাজল প্রমুখ। সার ও বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ নবেম্বর ॥ দুস্থ নারীদের আত্মোন্নয়ন ও স্বনির্ভর করার লক্ষ্যে গাইবান্ধায় ১৪ জন দুস্থ নারীর মধ্যে সোমবার সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া সাঘাটা উপজেলার জুমারবাড়িতে ২শ’ ৬০ দুস্থ কৃষাণীর মধ্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নারী ঐক্য পরিষদ এই কর্মসূচী বাস্তবায়ন করে। সেলাই মেশিন বিতরণ উপলক্ষে জেলা নাট্য সংস্থা মিলনায়তনে আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, নারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা রেবেকা সুলতানা, সাহানা পারভীন প্রমুখ।
×