ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টু ক রো - খ ব র

প্রকাশিত: ০৪:৩৪, ১৪ নভেম্বর ২০১৭

টু ক রো - খ ব র

বিদ্যুতস্পৃষ্টে শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৩ নবেম্বর ॥ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বাজারে রঙের কাজ করতে যেয়ে বিদ্যুত তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে হাশেম মুুন্সী (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় নারায়ণপুর বাজারের অগ্রণী ব্যাংক নারায়ণপুর বাজার শাখার ভবনের রঙের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। একই সময় হাশেমের সঙ্গে থাকা আরেক শ্রমিক মনু মুন্সীর ছেলে এমরান মুন্সী (২৫) গুরুতর আহত হয়েছেন। নিহত হাশেম মুন্সী নারায়ণপুর গ্রামের রফিকুল ইসলাম মুন্সীর ছেলে। দলিলে দাতার নাম পরিবর্তন করতে গিয়ে ধরা সংবাদদাতা, মেহেরপুর. ১৩ নবেম্বর ॥ দলিলে দাতার নাম পরিবর্তন করে খারিজ করার চেষ্টার অপরাধে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক। সোমবার দুুপুরে এ দ-াদেশ প্রদান করা হয়। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজার খতিয়ান নং ৫৬৬, দাগ নং-আর.এস ৬৬০ এর ৩৪ শতক জমির দলিলে দাতার নাম পরিবর্তন করে খারিজে দেন জাহাঙ্গীর আলম। বিষয়টি নজরে আসে সহকারী কমিশনার ভূমি সামিউল হকের। পর্যবেক্ষণ করে দেখা যায়, দলিলে দাতার নাম পরিবর্তন করা হয়েছে। এ সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। উপজেলা পরিষদে চুরি নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৩ নবেম্বর ॥ উপজেলা পরিষদের ছয়টি দফতরে রবিবার রাতে মূল ফটক ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ১১টি আলমারি, একটি সিন্দুক ও একটি ফাইল কেবিনেট ভেঙ্গে তছনছ করেছে। উপজেলা পরিষদের সমবায় অফিস, যুব উন্নয়ন অফিস, হিসাবরক্ষণ অফিস, মহিলা ভাইস চেয়ারম্যানের অফিস, প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রকৌশলী অফিসের মূল ফটকের কয়রা ভেঙ্গে চোর চক্র ভিতরে প্রবেশ করে। পরে সমবায় অফিসের দুটি আলমারি, যুব উন্নয়ন অফিসের দুটি আলমারি, হিসাব রক্ষণ অফিসের দুটি আলমারি ও একটি সিন্দুক, উপজেলা প্রকৌশলী অফিসের একটি আলমারি, প্রাথমিক শিক্ষা অফিসের চারটি আলমারি ও একটি ফাইল কেবিনেট ভেঙ্গে গুরুত্বপূর্ণ মালামাল তছনছ করে। পরে চোর চক্র শিক্ষা অফিসের আলমারি থেকে তিন হাজার টাকা নিয়ে যায়। এছাড়া আমতলী সদর ইউনিয়ন পরিষদ সচিবের কক্ষের মূল ফটক ভেঙ্গে চোর চক্র ভিতরে প্রবেশ করে। পরে আলমারিতে থাকা ৫৬ হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যায়। এ ঘটনার উপজেলা পরিষদ এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। সোমবার সকালে লোকজন অফিসে এসে দফতরের মূল ফটক ভাঙ্গা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নওগাঁয় ১০ রোহিঙ্গা আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ নবেম্বর ॥ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার সীমান্ত এলাকা থেকে ৫ শিশু, ২ নারী এবং ৩ পুরুষসহ মোট ১০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। উপজেলার সীমান্ত এলাকা মধইল বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃত ৫ শিশুর মধ্যে ৩ জন মেয়ে সন্তান ও ২ জন ছেলে। সোমবার সকালে সাপাহার সীমান্ত এলাকার মধইল বাজার থেকে সাপাহার হয়ে জেলা সদরের উদ্দেশে একটি যাত্রীবাহী বাস রওনা হলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই ১০ রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে চেপে বসে। স্থানীয় লোকজন তাদের ভিনদেশী লোক বলে বুঝতে পেরে বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে উপজেলার খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাস থামিয়ে তাদের আটক করে কোম্পানি ক্যাম্পে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খিজির খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রোহিঙ্গারা কতিপয় দালালের খপ্পরে পড়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে তাদের সঙ্গে এই এলাকায় আসে। কয়েক দিন তারা স্থানীয় দালালদের আশ্রয়ে থাকার পর সোমবার ভোরে দালালরা তাদের ছেড়ে পালিয়ে গেলে নিরুপায় হয়ে তারা বাসে চেপে দেশের অভ্যন্তরে ফিরছিল। আমতলীতে অগ্নিকান্ড- নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৩ নবেম্বর ॥ উপজেলার গোছখালী বাজারের বাঁধঘাট এলাকায় রবিবার রাতে অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।গোছখালী বাঁধঘাটে রবিবার রাত তিনটার দিকে আবুল হোসেন মাতুব্বরের মুদি মনোহরি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও আমতলী ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আবুল হোসেন মাতুব্বরের ঘর সম্পূর্ণ এবং ইউপি সদস্য সোহাগ মোল্লার টিনের দোকান ও কবির মাতুব্বরের সারের গুদাম ঘর আংশিক পুড়ে যায়।
×