ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গঙ্গাচড়ায় হত্যাকান্ডের প্রতিবাদে সিপিবি বাসদের সমাবেশ

প্রকাশিত: ০৪:৩১, ১৪ নভেম্বর ২০১৭

গঙ্গাচড়ায় হত্যাকান্ডের প্রতিবাদে সিপিবি বাসদের সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৩ নবেম্বর ॥ রংপুরের গঙ্গাচড়ার ঠাকুরপাড়ায় সংখ্যালঘু হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) যৌথ উদ্যোগে শহরের রঙমহল চত্বরে এ সমাবেশে বাম রাজনৈতিক দলের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বাসদের সমন্বয়কারী এ্যাডভোকেট শফীকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য স্লোগানকন্যা লাকি আক্তার। এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বিএসসি, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, বাসদ নেতা এ্যাডভোকেট মাসুদ আহমেদ, সাজেদুল ইসলাম সেলিম, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনল চক্রবর্তী কানু প্রমুখ।বক্তারা গঙ্গাচড়ায় নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে সংখ্যালঘু নিপীড়ন ও হত্যা বন্ধের জোর দাবি জানান। এ ছাড়া সমাবেশ থেকে সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
×