ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে আবাসিক এলাকায় কারেন্ট জাল তৈরি অব্যাহত

প্রকাশিত: ০৪:৩১, ১৪ নভেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে আবাসিক এলাকায় কারেন্ট জাল তৈরি অব্যাহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আবাসিক এলাকায় সাউন্ড প্রুফ কক্ষে কারেন্টজাল তৈরির প্রচেষ্টা চলছে। এখনও কিছু কিছু কারখানায় কারেন্ট জাল উৎপাদন অব্যাহত। প্রভাবশালী কিছু ব্যবসায়ী এখনও কারেন্টজাল উৎপাদন করছে। শর্ষের ভেতর ভূত থাকলে যা হয়। যাদের দায়িত্ব এগুলো বন্ধ করার, তারাই এই কারেন্ট জাল তৈরি করছে দেদার। এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এপি জেলা আইনশৃঙ্খলা ও জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় একথা বলেছেন। রবিবার জেলা প্রশাসকের সভাকক্ষে গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন হাবিবুর রহমান, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন, গজারিয়ার ইউএনও সাইফুল ইসলাম, সিরাজদিখানের ইউএনও তানবীর মোহাম্মদ আজিম, শ্রীনগরের ইউএনও মোঃ জাহিদুর রহমান, টঙ্গীবাড়ির ইউএনও হাসিনা আক্তার, জেলা মৎস্য অফিসার ড. আলিয়ুর রহমান, পাসপোর্ট অফিসার হালিমা খাতুন, মুন্সীগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ কাদের মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক কামালউদ্দিন আহম্মেদ, জেলা কৃষকলীগ সভাপতি মহসিন মাখন প্রমুখ। এছাড়াও সভায় অংশ নেন এনএসআইর উপ-পরিচালক ইমাম উদ্দিন, পিপি আব্দুল মতিন, জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম মিঞা প্রমুখ। সভায় অবগত করা হয় সরকারপাড়া, গোসাইরবাগ, দুর্গাবাড়ি ও বিসিক এলাকায় কারেন্টজাল তৈরি হচ্ছে। এর সঙ্গে এক জনপ্রতিনিধিও জড়িত। কারেন্টজাল ফ্যাক্টরিতে ট্রেড লাইসেন্স বন্ধ আছে। বিদ্যুতের সংযোগও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সভায় মাদক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখন নতুন করে মহিলা মাদক বিক্রেতা বেড়ে গেছে বলে সভাকে অবগত করা হয়। এছাড়া মুক্তারপুর বাসস্ট্যান্ড, সিপাহীপাড়া চৌরাস্তা, শহরের শিল্পকলা একাডেমি চত্বর, সুপার মার্কেট চত্বর, পুনরো দুধবাজারের পাশে যানজট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
×