ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেলদুয়ারে প্রয়াগজানী ব্রিজ বদলে দেবে মানুষের ভাগ্য

প্রকাশিত: ০৪:৩০, ১৪ নভেম্বর ২০১৭

দেলদুয়ারে প্রয়াগজানী ব্রিজ বদলে দেবে মানুষের ভাগ্য

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ নবেম্বর ॥ দেলদুয়ার উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল লৌহজং নদীর ওপর প্রয়াগজানীতে একটি ব্রিজ নির্মাণের। অবশেষে দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নবাসীর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। নির্মাণ হচ্ছে ব্রিজ। লৌহজং নদীটি দেলদুয়ারের পূর্বাঞ্চলকে উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। জানা যায়, দেলদুয়ারের ডুবাইল ইউনিয়ন, মির্জাপুর উপজেলার মহেড়া ও বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নসহ আশপাশের গ্রামের জনসাধারণ সরাসরি দেলদুয়ার উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে পারত না। প্রায় ৫/৭ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে বাথুলী ও পাকুল্লা ইউনিয়ন হয়ে দেলদুয়ার উপজেলার সঙ্গে যোগাযোগ করতে হতো। বর্তমানে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে সরাসরি দেলদুয়ারের সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ার সংযোগ স্থাপিত হবে। ইতিমধ্যে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের অধীনে দেলদুয়ার-নাটিয়াপাড়া প্রায় ৫ কিলোমিটার রাস্তার পাকাকরণের কাজ শেষ পর্যায়ে। এদিকে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের অধীনে প্রয়াগজানী এলাকাতে লৌহজং নদীর ওপর নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করেছেন কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকার ও জাইকা ব্রিজটি নির্মাণে অর্থায়ন করেছে। ব্রিজের দৈর্ঘ্য ৫৪ মিটার। ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৬৮ লাখ ৫২ হাজার টাকা। নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের ২৪ মে। কাজ সমাপ্ত হওয়ার কথা চলতি ২০১৭ সালের ২৩ নবেম্বর। ব্রিজটি নির্মাণে কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ভোলার মেসার্স ইলি এন্টারপ্রাইজ। কিন্তু নানা প্রতিকূলতার কারণে যথাসময়ে কাজ সমাপ্ত হবে না বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মীর আলী সাকির। তিনি বলেন, চুক্তি মোতাবেক ব্রিজ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান সময়ের জন্য আবেদন করবে বলে জানিয়েছেন। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সময় বাড়িয়ে দেয়া হবে। উক্ত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে হবে। এদিকে ব্রিজটি নির্মাণ হলেই সরাসরি দেলদুয়ার-নাটিয়াপাড়া সড়কে যানবাহন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে দেলদুয়ার উপজেলা সদরের সঙ্গে ডুবাইল ইউনিয়নসহ পূর্বাঞ্চলবাসীর যোগাযোগের এক নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদী এলাকাবাসী।
×