ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মাবতী’র বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত

প্রকাশিত: ০৪:২৮, ১৪ নভেম্বর ২০১৭

পদ্মাবতী’র বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত

সংস্কৃতি ডেস্ক ॥ দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রণবীর সিং অভিনীত ‘পদ্মাবতী’ চলচ্চিত্রটি আগামী ১ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। তবে এই চলচ্চিত্রে শূটিংয়ের শুরু থেকেই নানা ঝামেলা পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের। সম্প্রতি ‘পদ্মাবতী’র মুক্তি নিষিদ্ধের দাবি জানিয়ে প্রতিবাদ করেছে রাজপুত নারীদের একটি দল। মুক্তির আগে থেকেই উগ্রবাদী ধর্মীয় দল শ্রী রাজপুত করনি সেনার তোপের মুখে পড়েছে সঞ্জয় লীলা বনসালীর মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পদ্মাবতী’। চিতোরের রানী পদ্মিণীর দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে দলটি। চলচ্চিত্রে রানী পদ্মিণীর সঙ্গে দিল্লীর সুলতান আলাউদ্দীন খিলজীর একটি রোমান্টিক স্বপ্নদৃশ্য রয়েছে বলেও দাবি করেছে তারা। ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি বেনারসে ‘পদ্মাবতী’র বিরুদ্ধে প্রতিবাদ করেছে রাজপুত নারীদের একটি দল। ইতিহাস বিকৃতি ও রানী পদ্মিণীকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে এ প্রতিবাদ। প্রতিবাদ চলাকালে পরিচালক সঞ্জয় লীলা বনসালীর প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এ সময় ‘পদ্মাবতী’র মুক্তি বন্ধের দাবিতে ব্যানার হাতে স্লোগানও দিতে দেখা গেছে তাদের। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের ‘ঘুমর’ গানে রানী পদ্মিণীকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলে চলচ্চিত্রটি নিষিদ্ধের দাবি জানিয়েছে মেওয়ার রাজপরিবারের সদস্য মহারাজকুমার বিশ্বরাজ সিং। এ চলচ্চিত্রর সেন্সর সনদপত্র বাতিল করার অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তথ্যমন্ত্রী স্মৃতি ইরানীকে চিঠিও লিখেছেন তিনি। এর আগে রাজস্থানের জয়পুরে শূটিং চলাকালে পরিচালক বনসালীর উপরে চড়াও হয়েছিল করনি সেনাদলের সদস্যরা। এ সময় ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের শূটিং সেটের মূল্যবান সামগ্রী ধ্বংসসহ পরিচালকের গায়ে হাত তোলারও খবর পাওয়া গিয়েছিল। তবে চলমান প্রতিবাদ ও বিক্ষোভের মুখে কতটা টিকতে পারবে বনসালীর এ চলচ্চিত্র সময়ই বলে দেবে তা।
×