ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এই সময়ে গীতিকবি মাহী ফ্লোরা

প্রকাশিত: ০৪:২৭, ১৪ নভেম্বর ২০১৭

এই সময়ে গীতিকবি মাহী ফ্লোরা

স্টাফ রিপোর্টার ॥ তরুণ গীতিকবি মাহী ফ্লোরার রচনায় ‘হাওয়াই মিঠাই’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও সম্প্রতি মুক্তি পেয়েছে। গানটির সুর, মিউজিক এবং কণ্ঠ দিয়েছেন এহসান রাহী। ভিকি জাহেদের পরিচালনায় ‘হাওয়াই মিঠাই’ মিউজিক ভিডিওটি সিএমভির অফিসিয়াল ইউটিউবে মুক্তি পেয়েছে। এতে মডেল হয়েছে ইরফান সাজ্জাদ ও পারসা ইভানা। ইতোমধ্যে আলোচনায় এসেছে গানটি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত গীতিকবি মাহী ফ্লোরা। এ প্রসঙ্গে মাহী ফ্লোরা বলেন, আমি আমার লেখাটা মনোযোগ দিয়ে লিখতে চাই। গান মানেই অন্যরকম থ্রিল। তবে গান হচ্ছে আয়োজন। একটা লেখা গানে রূপ নিতে অনেক পথ পাড়ি দিতে হয়। অনেক মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা থাকে। আমার নতুন এই গানের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা। আশা করি শ্রোতা প্রিয়তা পাবে বৃষ্টি নিয়ে লেখা এই গানটি। এ পর্যন্ত বেশ কিছু গান লিখেছেন মাহী ফ্লোরা। এর মধ্যে রাজশাহী থেকে বের হওয়া শিল্পী শুভ সুলতানের ‘অনুসুর্যের গান’ এ্যালবামে ‘মেঘলা শহর’ নামে একটি গান জলফড়িং মিউজিকের ব্যনারে রিলিজ হয়। এ ছাড়া বেশ কয়েকটি কবিতার বই প্রকাশ হয়েছে। এর মধ্যে ২০১২ সালে কবিতার বই ‘চন্দ্রহারা মানবীর চুল থেকে জল ঝরে‘, ‘সে এক আশ্চর্য জলপ্রপাত’, ২০১৩ সালে ত্রৈবদ্য প্রকাশ করে কাব্যগ্রন্থ ‘সবুজ বোতাম এবং অন্যান্য’, ২০১৫ সালে প্রকাশ হয় কাব্যগ্রন্থ ‘ম্যাচবাক্স’। গত বই মেলায় দেশ পাবলিকেশন্স প্রকাশ করেছে গল্পগ্রন্থ ‘পিতলের প্রজাপতি’। এছাড়াও জলফড়িং মিউজিকের ব্যানারে প্রকাশিত-‘উত্তরধ্বনি’ এ্যালবামে ‘আমি তোমাকে পাবো’ এবং ‘আমাকে এখানে রেখে গেছে’ শিরোনামের দুটি কবিতা স্থান পেয়েছে। সব মিলে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাহী ফ্লোরা। অচিরেই তিনি পৌঁছে যাবেন তার কাক্সিক্ষত লক্ষ্যে। তার জন্য শুভ কামনা।
×