ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যাটাগরি পরিবর্তন ইস্যুতে উর্ধমুখী শেয়ার দর

প্রকাশিত: ০৪:২০, ১৪ নভেম্বর ২০১৭

ক্যাটাগরি পরিবর্তন ইস্যুতে উর্ধমুখী শেয়ার দর

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠান সম্প্রতি শেহারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেছে। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠানগুলো ক্যাটাগরি পরিবর্তনের প্রস্তুতি পর্যায়ে রয়েছে। যার জের ধরে উর্ধমুখী রয়েছে এসব প্রতিষ্ঠানের শেয়ার দর। প্রতিষ্ঠানগুলো হচ্ছে মুন্নু সিরামিক, ম্যাকসন স্পিনিং, দেশবন্ধু পলিমার এবং আজিজ পাইপ। এদিকে ক্যাটাগরি পরিবর্তনের খবরে প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর বৃদ্ধির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাদের অভিমত ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ বা ‘এ’ ক্যাটাগরিতে আসা কিংবা ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরে আসা যে কোন প্রতিষ্ঠানের জন্য সংবেদনশীল তথ্য। এমন তথ্যের উপর নির্ভর করে শেয়ারের দর বৃদ্ধি পাওয়া কোন অস্বাভাবিক ঘটনা নয়। প্রাপ্ত তথ্য মতে, সিরমিক খাতের প্রতিষ্ঠান মুন্নু সিরামিক এ বছর ১০ শতাংশ লভ্যাংশ প্রস্তাব করেছেন। এটি অনুমোদন পেলে প্রতিষ্ঠানটি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নত হবে। এর আগে ৫ শতাংশ লভ্যাংশ দেয়ার কারণে প্রতিষ্ঠানটি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে। এদিকে ১০ শতাংশ লভ্যাংশ প্রদান করে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে আসছে। অন্যদিকে বস্ত্র খাতের ম্যাকসন স্পিনিং সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ লভ্যাংশ প্রস্তাব করে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে আসছে। একইভাবে আজিজ পাইপস ‘বি’ ক্যাটাগরিতে আসার জন্য ৫ শতাংশ লভ্যাংশ প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানগুলোর বার্ষিক সাধারণ সভায় বিষয়টি পাস হলেই ক্যাটাগরি পরিবর্তন হয়ে যাবে। এদিকে ক্যাটাগরি পরিবর্তনের খবরে ম্যাকসন স্পিনিং ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর উর্ধমুখী রয়েছে। এ খবরে স্বল্প সময়ের ব্যবধানে ৭২ টাকার মুন্ন সিরামিক ১০৯ টাকার উপরে লেনদেন হচ্ছে। দর বেড়েছে দেশবন্ধু পলিমালের শেয়ারেরও। ক্যাটাগরি পরিবর্তনের খবরে ১৯ টাকার শেয়ার বর্তমানে ২১ টাকায় বেচাকেনা হচ্ছে। আর ১২২ টাকার আজিজ পাইপের শেয়ার লেনদেন হচ্ছে ১২৫ টাকায়। অন্যদিকে কিছুদিন আগে অভিহিত মূল্যের নিচে থাকা ম্যাকসন স্পিনিংয়ের বর্তমানে ১০ টাকায় হাতবদল হচ্ছে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুন্নু সিরামিক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৩ সালে। এ প্রতিষ্ঠানের মোট শেয়ারের মধ্যে ৬১.১৮ শতাংশ শেয়ার রয়েছে পরিচালকদের কাছে। ২৪.৫০ শতাংশ শেয়ার ধারণ করছেন সাধারণ বিনিয়োগকারীরা। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.২৮ শতাংশ এবং বিদেশীদের কাছে ০.০৪ শতাংশ শেয়ার। অন্য প্রতিষ্ঠান দেশবন্ধু পলিমার পুঁজিবাজারে আসে ২০১১ সালে। এ প্রতিষ্ঠানের ৫৭.৪৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারী ৩৩.৫৪ শতাংশ পরিচালক এবং ৮.৯৭ শতাংশ মেয়ার ধারণ করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।
×