ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টু ক রো - খ ব র

প্রকাশিত: ০৬:৪৭, ১৩ নভেম্বর ২০১৭

টু ক রো - খ ব র

অপহৃত শিশু উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকা হতে অপহৃত তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মাত্র ১০ হাজার টাকার জন্য এ শিশুকে অপহরণ করেছিল তারই ফুফা রফিকুল আলম। শনিবার রাতে পুলিশ এ অভিযান চালায়। সিএমপি সূত্র জানায়, মোঃ জোবাইদ নামের এ শিশুটি ছোটপুল এলাকার মোঃ নাছির উদ্দিনের পুত্র। শনিবার বিকেল ৩টা থেকে নিখোঁজ হয় এই শিশু। সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে আসা কলে ১০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। বিষয়টি রাত ৯টার দিকে পুলিশকে অবহিত করেন শিশুর বাবা। এরপর শুরু হয় পুলিশ ও ডিবি পুলিশের অভিযান। মোবাইল কলের সূত্র ধরে চন্দনাইশ উপজেলা থেকে অপহরণকারী রফিকুল আলমকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নগরীর বহদ্দারহাটের আলআমিন গলির একটি বাসা থেকে উদ্ধার করা হয় জোবাইদকে। অস্ত্রসহ ৬ ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১২ নবেম্বর ॥ শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত আটক হয়েছে। র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার জানান, রবিবার ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল কালীঘাট এলাকার টিকরিয়া সড়ক থেকে তাদের আটক করে। আটক ডাকাতরা হলো হবিগঞ্জের বাহুবলের চারিগাঁওয়ের আব্দুল কাদির, হবিগঞ্জের সায়েস্তাগঞ্জ থানার উত্তর উবাহাটা গ্রামের জাহাঙ্গীর মিয়া, শ্রীমঙ্গল টিকরিয়া গ্রামের মিন্টু কপালী, হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের কুদ্দুছমিয়া, হবিগঞ্জের সায়েস্তাগঞ্জ থানার বিরামচর এলাকার জাহাঙ্গীর ও হবিগঞ্জের বাহুবলের চারিগাঁওয়ের হাবিবপুর এলাকার সানু মিয়া। চলন্ত ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ চলন্ত ট্রেনের বগি থেকে ইঞ্জিন ছুটে যাওয়ার ঘটনা ঘটেছে সিলেট ঢাকা রেলপথে। রবিবার বেলা সোয়া তিনটার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের অদূরে মোগলাবাজার রেল স্টেশনের কাছাকাছি স্থানে পারাবত ট্রেনের বগি থেকে ছুটে গেছে ইঞ্জিন। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার কাজী শহীদুর রহমান জানান, বেলা ৩টায় সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়া পরাবাত ট্রেন মোগলাবাজার স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে ইঞ্জিনের সঙ্গে বগিকে যুক্ত রাখা পাইপ (হুইস পাইপ) খুলে যায়। এতে ইঞ্জিন থেকে বগি আলাদা হয়ে যায়। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ১০/১৫ মিনিট পর ওই পাইপ আবার যুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে, আচমকা ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে যাওয়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ট্রেনের ভেতর ছুটোছুটি শুরু করেন। যুবককে হস্তান্তর স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতে আটক এক বাংলাদেশী যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার দুপুরে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। বিএসএফের হাতে আটক সাগর গাজী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বিছোট গ্রামের সাহেব আলী গাজীর ছেলে। হিজলদী বিজিবি জানান, দুই তিন আগে অবৈধপথে ভারতে গিয়ে শনিবার সন্ধ্যায় বিএসএফের হাতে আটক হয় বাংলাদেশী যুবক সাগর। পরে রবিবার পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। জাবিতে ফি বাতিলের দাবিতে বিক্ষোভ জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে (জাবি) বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুরাতন কলা ভবনের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান নাদিম বলেন, ‘বিভাগ উন্নয়নের দায় যেমন শিক্ষকদের না, তেমনি শিক্ষার্থীদেরও না। রাষ্ট্রের টাকা দিয়ে বিভাগ উন্নয়ন করতে হবে। গত বছরেও আমরা বিভাগ উন্নয়ন ফি নিয়ে আন্দোলন করেছি। সে সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছিল রাষ্ট্রের কাছ থেকে অর্থ এনে বিভাগ উন্নয়ন করবে। তাই এ বছরও বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে আমাদের অবস্থান জানান দেয়ার জন্য বিক্ষোভ মিছিল করেছি। মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর উপশহর এলাকার জামিয়া আরাবিয়া হাফিজিয়া ক্বারিয়ানা মাদ্রাসার এক শিক্ষার্থী’র রহস্যজনক মৃত্যু হয়েছে। মাদ্রাসার সভাপতি আনিসুর রহমান চৌধুরী জানান, রবিবার সকাল সাড়ে ৯টায় জামিয়া আরাবিয়া হাফিজিয়া ক্বারিয়ানা মাদ্রাসার ১৪ বছর বয়সের শিক্ষার্থী মেহেদী হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করার আধা ঘণ্টা পর সে মারা যায়। নিহত মেহেদী হাসান বীরগঞ্জ উপজেলার নোখাপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র। সে দিনাজপুর উপশহর (মহাজনপাড়ার) জামিয়া আরাবিয়া হাফিজিয়া ক্বারিয়ানা মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার কিতাব বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪ বছর ধরে মেহেদী হাসান ওই মাদ্র্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করত। ২ নবেম্বর মাদ্রাসা ছুটি হলে সে তার গ্রামের বাড়িতে যায়। শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় সে বাড়ি থেকে মাদ্রাসায় ফিরে আসে। রবিবার সকাল সাড়ে ৮টায় মেহেদীর বমি শুরু হলে তার খালু মাদ্রাসার অফিস সহকারী মনতাজ আলী তাকে সাড়ে ৯টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ১০ মিনিট চিকিৎসাধীন থাকা অবস্থায় মেহেদী হাসানের মৃত্যু হয়। জমি অধিগ্রহণ বাতিল দাবি নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১২ নবেম্বর ॥ কেরানীগঞ্জ ও সাভারের ৩টি ইউনিয়নের ১৬টি মৌজার জমি অধিগ্রহণ করে রাজউক প্রস্তাবিত মডেল টাউন প্রকল্প নির্মাণের বিষয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জমি অধিগ্রহণ বাতিলে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এজন্য তারা বিভিন্ন কর্মসূচীও পালন করছেন। অধিগ্রহণ বাতিলের দাবিতে রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণস্বাক্ষর ও স্মারকলিপি জমা দিয়েছেন ভুক্তভোগীরা। এ সময় উপস্থিত ছিলেন তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী ইউনিট কমান্ডার নাজির আহমেদ, মেছের আলী মেম্বার, সমাজসেবক ইন্নান আলী, মাসুদ রানা ও ফরিদ আহমেদসহ সহস্রাধিক মানুষ। বোমা উদ্ধার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর দৌলতপুর থানার নতুন রাস্তা মোড় এলাকা থেকে র‌্যাব-৬ খুলনার বোমা বিশেষজ্ঞ দল শক্তিশালী দুটি বোমা উদ্ধার করেছে। রবিবার বিকেল তিনটার দিকে এই বোমা উদ্ধার করা হয় বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১২টার দিকে এক মহিলা নতুন রাস্তার মোড় এলাকায় রেল লাইনের কাছে একটি মিষ্টির প্যাকেট দেখতে পায়। কৌতুহলবশত খুলতে গিয়ে তার ও টেপ জড়ানো দেখে ভয়ে চিৎকার করে আশপাশের লোকদের খবর দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল এসে এলাকা ঘিরে রেখে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর র‌্যাবের বিশেষজ্ঞ দল বোমা দুটিকে উদ্ধার করে এবং পরীক্ষা-নিরীক্ষা করে তা নিরাপদ ও ফাঁকা জায়গায় নিয়ে নিস্ক্রিয় করা হয়। ইয়াবাসহ আটক ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বাকলিয়া থানার বিএড কলেজ এলাকা থেকে ৬ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাত পৌনে বারটার দিকে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, আটককৃত দুই ইয়াবা বিক্রেতার নাম মোঃ জোবাইর এবং মোঃ ইমরান (৩১)। উভয়েরই বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। দীর্ঘদিন তারা টেকনাফ থেকে ইয়াবা এনে শহরে বিক্রি করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বাকলিয়া বিএড কলেজের পাশের ছফেয়া নুর ভবন নামের একটি বাড়ির গেট থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে জরিমানা স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাটে জেএসসি পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন ফাঁসের অভিযোগে পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে ৫ হাজার ও গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের পিয়নকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের এ অপরাধে জড়িত থাকার কারণে আগামী ৫ বছর পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রবিবার ছিল গণিত পরীক্ষা। এদিন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় ৮নং কক্ষে পুলিশসহ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করে ম্যাজিস্ট্রেট ও গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস। মোবাইল ফোনে প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে কেন্দ্রে দায়িত্ব পালনরত পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক কামাল উদ্দিন ও গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের পিয়ন রজনী কান্ত দে রানাকে হাতেনাতে আটক করেন। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১২ নবেম্বর ॥ জেলার হাওড় অধ্যুষিত অষ্টগ্রামে পানিতে ডুবে জয়ন্তী নামের আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দেওঘর সাভিয়ানগর খাঁ বাড়ির রেজাউল খাঁর শিশুকন্যা। স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে জয়ন্তী বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। স্বজনেরা দ্রুত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
×