ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ নভেম্বর ২০১৭

বগুড়ায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধভাবে পদ দখল ও নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কলেজে প্রবেশে বাধা দিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া নিয়োগ নিয়ে বাণিজ্যসহ নানান অপকর্মেরও অভিযোগ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযোগ থাকলেও ভুক্তভোগী শিক্ষকরা এর প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন। এলাকাবাসী কলেজ নিয়ে নানা অনিয়ম ও অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ দখল করে রাখার বিষয়টি উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের কারণে হয়রানির শিকার কলেজের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা রবিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমেও একই অভিযোগ করেন।তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করেছেন। শিক্ষকরা অভিযোগ করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী শিক্ষাগত যোগ্যতায় দুটি তৃতীয় বিভাগ থাকলে প্রভাষক হিসেবে কলেজে নিয়োগ পাবে না। আর গোসাইবাড়ি মহিলা কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের এসএসসি ও এইচএসসিতে তৃতীয় বিভাগ রয়েছে। সে অনুযায়ী তিনি প্রভাষক পদে আবেদনই করতে পারেন না। ২০০০ সালে যে নিয়োগ পরীক্ষার মাধ্যমে তাকে নিয়োগের কথা বলা হচ্ছে সেখানে প্রথম হয়েছিলেন আমজাদ হোসেন নামে একজন। তবে তিনি নিয়োগ পেলেও পরবর্তীতে তাকে আর কলেজে ঢুকতে দেয়া হয়নি। এছাড়া কলেজ পরিচালনা কমিটি নিয়েও নানান অভিযোগ রয়েছে। আমজাদ হোসেনসহ কলেজের ছয় শিক্ষক এক সংবাদ সম্মেলনে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে এসব অভিযোগ করে জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগ কারসাজির মাধ্যমে করা। এছাড়া একই বিষয়ে শিক্ষক নিয়োগ থাকলেও অবৈধভাবে ওই পদে আবার শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে বলেও শিক্ষকদের অভিযোগ। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, সঠিক প্রক্রিয়ায় তার নিয়োগ হয় এবং সরকারী পরিপত্র জারির আগেই তিনি নিয়োগ পান। তিনি অভিযোগকারী শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। এনইউবি-বিটস সমঝোতা চুক্তি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ও ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (বিটস) মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এবং ব্র্যাক আইটি সার্ভিসেসের পক্ষে এইচআর ও কমিউনিকেশন প্রধান ইসমাত আরা সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় নর্দান বিশ^বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম, ডেভেলপমেন্ট এ্যান্ড ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিরেক্টর লে. কর্নেল (অব) ইকতেদার আহমেদ সিদ্দিকী, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার মোঃ রাশিদুল ইসলাম এবং ব্র্যাক আইটি সার্ভিসেসের পক্ষে উপস্থিত ছিলেন ফাইন্যান্স সল্যুশন হেড বিকাশ কুমার নন্দী ও এ্যাসোসিয়েট ম্যানেজার মোঃ তাসাউফুর রহমান। -বিজ্ঞপ্তি।
×