ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাবাকে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করল ছেলে

প্রকাশিত: ০৬:৪৩, ১৩ নভেম্বর ২০১৭

বাবাকে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করল ছেলে

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১২ নবেম্বর ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত পল্লী কুশাবাড়ী গ্রামে এক পাষন্ড- ছেলে তার কৃষক বাবা আব্দুল হামিদকে আগুনে পুড়িয়ে মারা ও মাকে দগ্ধ করার কথা স্বীকার করেছে পুলিশী জিজ্ঞাসাবাদে। এ ঘটনায় নিহতের বড় ছেলে শাহজাহান আলী বাদী হয়ে শনিবার রাতে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর হত্যার দায় স্বীকার করেন নিহতের ছোট ছেলে ওয়াহেদুল। জানা গেছে, ওই গ্রামের আব্দুল হামিদ তার ছোট ছেলে ওয়াহেদুল ইসলামকে প্রায় ৬ বছর পূর্বে একই এলাকার গজারিয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে মর্জিনা বেগমের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পর থেকে ওয়াহেদুলের স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত ৩ মাস পূর্বে ওয়াহেদুল তার স্ত্রী মর্জিনাকে তালাক দেন। এরপর স্ত্রীকে পুনরায় সংসারে ফিরিয়ে নিতে কয়েক দফা বৈঠক বসে। কিন্তু বাবা আব্দুল হামিদ তাতে রাজি না হওয়ায় ছেলে ওয়াহেদুল বাবার প্রতি ক্ষিপ্ত হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে বাবা-মাকে নেশার ওষুধ মেশানো ডাব খাইয়ে অচেতন করে। পরে ভাড়াটে লোক দিয়ে বাবা-মা’র শয়ন ঘরে আগুন লাগিয়ে দিয়ে সটকে পড়ে। রাত একটার দিকে নিহত হামিদের স্ত্রীর গোঙ্গানি শুনতে পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে হামিদকে আগুনে পুড়ে মারা যাওয়া এবং তার স্ত্রী হাফছা বিবি দগ্ধ অবস্থায় ছটফট করতে দেখতে যায়।
×