ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ব্যবসায়ী খুন

প্রকাশিত: ০৬:৪১, ১৩ নভেম্বর ২০১৭

দিনাজপুরে ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলায় শরীফ (৩৮) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের মিলনপুর ঝলঝলি পুকুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই শাহীন আলম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য বোরহান উদ্দিন এবং কাশেম আলী) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত শরীফ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। আটক বোরহান উদ্দিন একই এলাকার মৃত গণি ঢালীর ছেলে ও কাশেম আলী একই এলাকার মকছেদ আলীর ছেলে। শাহীন আলম জানান, শরীফ মোটরসাইকেল নিয়ে শনিবার বিকেলে ব্যবসায়িক কাজে ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে যাওয়ার উদ্দেশে বেরিয়ে যান। এরপর সন্ধ্যায় এলাকার লোকজনের কাছে ঝলঝলি পুকুর সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় শরীফের পড়ে থাকার সংবাদ শুনে সেখানে ছুটে যান। ইউনিয়ন পরিষদ সদস্য রতন ঢালীর সহযোগিতায় উদ্ধার তাকে করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির বুকের উপরের অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নেত্রকোনায় নারী নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের এক নারীকে শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে করে খুন করেছে। নিহতের নাম সোলেমা আক্তার (৫৫)। তিনি ওই গ্রামের কৃষক মতি মিয়ার স্ত্রী। জানা গেছে, শনিবার রাতে সোলেমা আক্তার প্রতিদিনের মতো নিজ শোয়ার ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে বাড়ির লোকজন ঘুম থেকে ওঠে শোয়ার ঘরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কেন্দুয়া থানা থেকে পুলিশ গিয়ে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠায়। নিহত সোলেমার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে। কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, সোলেমার সঙ্গে তার ভাতিজাদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। তার স্বজনদের ধারণা, ওই বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। গাজীপুরে নারী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকা একটি বাড়ির ৪তলা বাসা থেকে রবিবার হাত-পা বাঁধা গলাকাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, তেলিরচালা এলাকার বে-ফুটওয়্যার লিমিটেড কারখানার জাহাঙ্গীর আলম নামে জনৈক শ্রমিক তাকে ৫/৬ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে স্থানীয় ফজলুল হকের ৪তলায় একটি কক্ষে বাসা ভাড়া নেয়। প্রয়োজনীয় কাগজপত্র কয়েক দিনের মধ্যে জমা দেবেন বলে জানায় বাসার মালিক কর্তৃপক্ষকে। রবিবার সকাল থেকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে রান্নাঘরের পাশে হাত-পা বাঁধা গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কেরানীগঞ্জে চালক নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, কেরানীগঞ্জে মালবাহী কাভার্ডভ্যানের ভেতর থেকে বজলু বয়াতী (৪২) নামে ওই গাড়ির চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া নতুন রাস্তারমোড় এলাকা থেকে চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি কয়েকদিন ধরে ওই রাস্তার মোড়ে পড়ে ছিল। সকালে গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ‘লালন শাহ ট্রান্সপোর্ট’ নামের কাভার্ডভ্যানটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় এবং কাউকে খুঁজে না পেয়ে তালা ভেঙ্গে ভেতরে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে লাল শার্ট ও খাকি রংয়ের ফুল প্যান্ট পরা অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করে। গলাকেটে ও মাথার পেছনের অংশে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের প্যান্টের পকেটে থাকা কাগজপত্র ঘেঁটে বিভিন্ন মোবাইল নম্বরে যোগাযোগ করলে নিহতের বড় ভাই সোহরাব বয়াতী খুলনা থেকে হাসপাতাল মর্গে এসে বজলু বয়াতীর লাশ শনাক্ত করেন। বেলকুচিতে কিশোর সংবাদদাতা বেলকুচি, সিরাজগঞ্জ থেকে জানান, বেলকুচিতে সোবাহান (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার দুপুওে বেলকুচি পৌরসভার চন্দনগাতী কালিবাড়ী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোবাহান ওই মহল্লার আয়নাল হকের ছেলে। বেলকুচি থানা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, দুইবছর আগে সোবাহান রিক্সা চালাত। এখন সে কোন কাজ করেনা বাড়িতেই বেশি সময় কাটায়। রবিবার দুপুরে বেলকুচি পৌর সভার চন্দনগাতী কালিবাড়ী এলাকায় বাড়ির পাশে জিগনী গাছের সঙ্গে রশি দিয়ে পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
×