ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো - খবর

প্রকাশিত: ০৬:৪১, ১৩ নভেম্বর ২০১৭

টুকরো - খবর

অবৈধ দোকান উচ্ছেদ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পালবাড়ির অবৈধ বাজার উচ্ছেদ করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন পাটোয়ারী রবিবার সকালে পালবাড়ির রাস্তার ডান পাশের সবজি ও মাছের দোকানসহ ১১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং হাইকোর্টের নির্দেশ কোথাও অবৈধ স্থাপনা ও বাজার থাকবে না। মন্ত্রণালয় ও হাইকোটের নির্দেশ পালন করতে শহরের পালবাড়ির সবজি ও মাছবাজারের ১১৩টি দোকানে গত বৃহস্পতিবার নোটিস দেয়া হয় তাদের স্থাপনা সরিয়ে নিতে। রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ওই এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে। অস্ত্রসহ আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়ায় একটি বিদেশী পিস্তল ও গুলিসহ আরিফুল ইসলাম ওরফে আরিফ নামে একাধিক মামলার আসামিকে শনিবার রাতে র‌্যাব-১২ গ্রেফতার করেছে। র‌্যাব-১২ জানায়, গ্রেফতারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বেশ ক’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বড় পাঙ্গাসী মধ্যপাড়া মহল্লায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। সাত দফা দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঘোষণা এবং উচ্চ আদালতের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ময়মনসিংহে সড়ক ও জনপথ অধিদফতরের শ্রমিক কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। রবিবার দুপুরে শহরের কাচিঝুলি সংলগ্ন সড়ক ও জনপথ অধিদফতরের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম, রেজাউল করিম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সিকান্দর আলী খোকন, সহসাধারণ সম্পাদক আবুল মনসুর, সাংগঠনিক সম্পাদক সুবল চাকমা, কোষাধ্যক্ষ নূরুল আলম, আসাদ উল্লাহ, বিকাশ চন্দ্র ম-লসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অস্ত্রসহ যুবক আটক সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১২ নবেম্বর ॥ বেলকুচিতে অস্ত্রসহ মনিরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। রবিবার দুপুরে র‌্যাব-১২ এর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক মনিরুল বেলকুচি উপজেলার মবুপুর দক্ষিণপাড়ার মতিয়ার রহমানের ছেলে। জানা যায়, শনিবার গভীর রাতে বেলকুচি উপজেলার মবুপুর নতুনপাড়া ব্রিজের দক্ষিণ পার্শ্বে নজরুল ইসলামের ফাঁকা জমিতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ১টি ওয়ান শূটারগান ও ১টি মোবাইলসেটসহ মনিরুল ইসলামকে আটক করা হয়। এ বিষয়ে বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
×