ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৎমায়ের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারের নির্দেশ

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ নভেম্বর ২০১৭

সৎমায়ের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ সুপারের নির্দেশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় রবিবার ‘সৎমায়ের কান্ড-’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর টনক নড়েছে পুলিশ প্রশাসনের। প্রকাশিত সংবাদটি জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএমের দৃষ্টিগোচর হওয়ার পর তিনি নির্যাতনকারী সৎমা সাথী বেগমের বিরুদ্ধে পুলিশকে বাদী হয়ে মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। গৌরনদী মডেল থানার ওসি জানান, পুলিশ সুপারের নির্দেশ পেয়ে তিনি রবিবার সকালে ঘটনাস্থল টরকীর নবীনগর এলাকায় গেলে অভিযুক্ত সাথী বেগমসহ পরিবারের সবাই আত্মগোপন করে। এমনকি আট বছরের নির্যাতিত শিশু সাইমুনকেও খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও জানান, নির্যাতনকারী সাথী বেগমকে আটকসহ নির্যাতিত শিশু সাইমুনকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে। পাশাপাশি এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরেরও প্রস্তুতি নিয়েছে। উল্লেখ্য, ওই গ্রামের হালিম হাওলাদারের প্রথম স্ত্রী ছয় বছর পূর্বে মারা যাওয়ার পর সাথী বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন হালিম। সৎমা সাথীর জ্বালাতনে অতিষ্ঠ হয়ে হালিম তার প্রথম স্ত্রীর ছেলে সাইমুনকে পার্শ¦বর্তী কসবা শরীফবাড়ি নূরানী মাদ্রাসায় ভর্তি করে সেখানকার বোর্ডিংয়ে রাখেন।
×