ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিনহা কোল্ডস্টোরে আলু বীজে পচন ॥ চাষীরা বিপাকে

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ নভেম্বর ২০১৭

সিনহা কোল্ডস্টোরে আলু বীজে পচন ॥ চাষীরা বিপাকে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সিনহা স্পেশালাইজড কোল্ডস্টোরে আলু বীজ পচে যাওয়ায় কিশোরীগঞ্জ উপজেলায় আলুচাষীদের মাথায় হাত পড়েছে। আলুচাষীদের অভিযোগ, ওই হিমাগারে তাদের রক্ষিত প্রায় ৩০ হাজার বস্তা আলু বীজ পচে গেছে। এতে আলু বীজ না পেয়ে তারা চলতি মৌসুমে আলু আবাদসহ ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ঘটনায় তারা উপজেলা কৃষি বিভাগকে লিখিত অভিযোগ দিয়ে ক্ষতিপূরণ দাবি করেছে। রবিবার আলুচাষীরা লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয়, কিশোরীগঞ্জ উপজেলায় বীজ সংরক্ষণের জন্য হিমাগারে জায়গা না থাকায় আলুচাষীরা বিভিন্ন হিমাগারে বীজ আলু সংরক্ষণ করেন। এর মধ্যে উপজেলার প্রায় দেড় হাজার চাষী ৩০ হাজার বস্তা আলু বীজ পার্শ্ববর্তী তারাগঞ্জ সিনহা স্পেশালাইজড কোল্ড স্টোরে সংরক্ষণ করে। কিন্তু চাষীরা হিমাগার থেকে বীজ বের করে আনার পর ৫০ ভাগ আলুর বীজ পচা দেখতে পায়। বাকি ৫০ ভাগ আলুর বীজ জমিতে লাগানোর পর জমিতেই ওই বীজ আলু পচে যাচ্ছে। নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর গ্রামের আগাম আলুচাষী মজিদুল ইসলাম বলেন, আমি সিনহা কোল্ড স্টোরে ২০০ বস্তা বীজ আলু সংরক্ষণ করেছিলাম। কিন্তু হিমাগার থেকে বের করে বাড়িতে ফ্যান করার সময় ৫০ ভাগ বীজ আলু পচা দেখতে পাই এবং বাকিগুলো জমিতে লাগানোর পর সেগুলো জমিতেই পচে যায়। অপর আলুচাষী জামিনুর রহমান মানিক বলেন, আমি ওই হিমাগারে ৮৮৮ বস্তা বীজ আলু রেখেছিলাম। হিমাগারের মালিক কর্তৃপক্ষ ধারণক্ষমতার চেয়ে বেশি বীজ সংরক্ষণ করে। এছাড়াও অব্যস্থাপনার কারণে আমার বীজ আলু ২৪৩ বস্তা পচে গেছে। মুশরুত পানিয়াল পুকুর গ্রামের এনামুল হকের ৩৪ বস্তা, মজিদ মিয়ার ১৭ বস্তা, মশিয়ার রহমানের ৩৬ বস্তাা, শামীম মিয়ার ১০ বস্তাা, বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামের এমদাদুল হকের ৩৫ বস্তা, শফি মাহমুদের ১১ বস্তাসহ আরও অনেক চাষী তাদের বীজ আলু পচে যাওয়ার বিষয় অভিযোগ করেন। অনেক কৃষক অভিযোগ করে জানায়, ওই হিমাগারে ধারণক্ষমতা ৭২ হাজার বস্তা। সেখানে তারা চাপাচাপি করে এক লাখ আট হাজার বস্তা আলু বীজ রাখে। ফলে ধারণক্ষমতার চেয়ে বেশি রাখায় আলু বীজ নষ্ট হয়েছে। এজন্য কৃষকরা ক্ষতিপূরণ দাবি করে। তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, কিশোরীগঞ্জের আলুচাষীদের অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×