ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান

প্রকাশিত: ০৫:১৯, ১৩ নভেম্বর ২০১৭

ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান

মোয়াজ্জেমুল হক/ এইচএম এরশাদ ॥ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার এখনও নানামুখী অপপ্রচার ও একগুয়ে মনোভাব অব্যাহত রাখলেও বাংলাদেশের পক্ষে কূটনৈতিক তৎপরতায় এর সমাধানের জোরালো প্রয়াস অব্যাহত রাখা হয়েছে। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা যেমন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তেমনি ঢাকায় অবস্থিত বিদেশী রাষ্ট্রদূত, কূটনীতিক ও বিভিন্ন দাতাসংস্থার প্রতিনিধি দলকেও সম্যক ধারণা গ্রহণের নিমিত্তে রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করানো হয়েছে। এ প্রক্রিয়ায় আগামী ১৯ নবেম্বর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকো মোঘেরিনি বাংলাদেশে আসছেন। তিনি উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে চীন, জাপান, জার্মানি এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরাও ঢাকায় অবস্থান করবেন বলে সরকারী সূত্রে জানানো হয়েছে। এর পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ পরিস্থিতিতে সম্মানজনক সমাধানে তার প্রয়াসও অব্যাহত চালিয়ে যাচ্ছেন। তবে নির্দিষ্ট ক্যাম্প ব্যতিরেকে যেসব রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছে এবং এর পাশাপাশি কক্সবাজার অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছে এদের বিরুদ্ধে প্রশাসন অভিযান শুরু করতে যাচ্ছে। শুধু তাই নয়, মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের যারা বাসা ভাড়া দেবেন সে সব বাড়ি মালিকদেরও আইনের আওতায় এনে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে রোহিঙ্গারা রাখাইন থেকে এখনও এদেশে অনুপ্রবেশ অব্যাহত রেখেছে। তবে আগের তুলনায় বহুলাংশে তা কমে আসছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বিজিবিও নজরদারি বাড়িয়েছে। নাফ নদী ও ওদেশের সীমান্ত সংলগ্ন সাগর এলাকায় সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় ওপার থেকে রোহিঙ্গারা জেরিকেন দিয়ে তৈরি ভেলাযোগে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। এখন একটি পয়েন্ট অর্থাৎ মংডুর দংখালি থেকে সাগর পথে সর্বোচ্চ চার ঘণ্টার সময়ে টেকনাফে এসে পৌঁছে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বশেষ যে নির্দেশনা প্রদান করা হয়েছে তাতে বলা হয়েছে, রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্প ছাড়া অন্যত্র পাওয়া গেলে এবং তাদেরকে যারা আশ্রয় প্রদান করবে তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার এসেছে আরও ৭৫ ॥ ভেলাযোগে মংডুর দংখালি পয়েন্ট দিয়ে ঝুঁকি নিয়ে রবিবার আরও ৭৫ রোহিঙ্গা টেকনাফের সাবরাং এলাকায় পৌঁছেছে। দুটি ভেলায় চড়ে পনের পরিবারের এ ৭৫ রোহিঙ্গা এসেছে। ভাড়া বাসায় রোহিঙ্গা ধরপাকড় প্রস্তুতি ॥ রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতার দায়ে টেকনাফে ভ্রাম্যমাণ আদালত রবিবার ৩ যুবককে ৬ মাস করে বিনাশ্রম সাজা দিয়েছে। টেকনাফ সাবরাং কচুবনিয়া এলাকা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে এ ৩ যুবককে আটকের পর দ- দেয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক।
×