ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে আহত ১০, ব্যাপক ভাংচুর

প্রকাশিত: ০৫:১৮, ১৩ নভেম্বর ২০১৭

রংপুরে  ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে আহত ১০, ব্যাপক ভাংচুর

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১২ নবেম্বর ॥ রংপুরের বদরগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় মদিনা কমিউনিটি সেন্টারে ছাত্রদলের কর্মী সমাবেশ চলাকালে বিবদমান দু’টি গ্রুপের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেখানে ব্যাপক ভাংচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে বিকেল থেকে কর্মীসভা চলছিল। সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদল রংপুর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান হিজবুল ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা। এছাড়াও উপজেলা বিএনপির নেতারা বিশেষ অতিথি ছিলেন। সভা শুরু হওয়ার পর উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মনিরুজ্জামান মনির ও ছাত্রদল পৌর শাখার সভাপতি বিপ্লবের নেতৃত্বে দুটি গ্রুপ জেলা নেতাদের স্বাগত জানিয়ে নিজ গ্রুপের পক্ষ থেকে স্লোগান দিতে থাকে। এসময় মনির গ্রুপের সদস্যরা স্লোগান দিতে নিষেধ করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে বিপ্লব গ্রুপের কামরুজ্জামান শান্ত (১৭), সোহেল আহম্মেদ (২১), বেলাল (২২), চানমিয়া (২২), আশিকুর (১৩), আজাদ (১৭) এবং মনির গ্রুপের মনিরসহ ১০ আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য সমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, কর্মীসভা ভ-ুল করতে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা ওই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। অপর গ্রুপের প্রধান রাসেল আহম্মেদ বিপ্লব বলেন, আমি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা নেতাদের স্বাগত জানাতে স্লোগান দিচ্ছি। এ সময় হঠাৎ করে পৌর বিএনপির সভাপতি মনির আমার সমর্থকদের ওপর হামলা করে। এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি ও কর্মীসভার প্রধান অতিথি মনিরুজ্জামান হিজবুলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।
×