ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার শাহজালালের বিমান অফিস থেকে পৌনে ২ কেজি সোনা উদ্ধার

প্রকাশিত: ০৫:১৮, ১৩ নভেম্বর ২০১৭

এবার শাহজালালের বিমান অফিস থেকে পৌনে ২ কেজি সোনা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ এবার সোনা উদ্বার করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান অফিস থেকে। রবিবার দুপুরে আন্তর্জাতিক ভবনের চার তলায় বিমানের নিরাপত্তা বিভাগের একটি রুম থেকে পৌনে দুই কেজি সোনার বার উদ্বার করা হয়। বিমানের কর্মকর্তাদের উপস্থিতিতে ওই সোনা উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ জনকণ্ঠকে বলেন, দুপুরে বিমানের উদ্যোগেই এ অভিযান চালানো হয়। তখনই পাওয়া যায় সোনাগুলো। উলেখ্য, বিমানবন্দরের চারতলায় রয়েছে পরিচালক, উপ-পরিচালক, প্রধান নিরাপত্তা কর্মকর্তা, বিমানের কাস্টমার সার্ভিসের মহাব্যবস্থাপক, বিমানের নিরাপত্তা, অপারেশন ও সিভিল এভিয়েশনের কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস। এসব অফিসে নিয়মিত পদধারীরা বসেন। যেই রুমটিতে সোনা উদ্বার করা হয়েছে-সেটি বিমানের এয়ারপোর্ট নিরাপত্তা বিভাগের একজন ম্যানেজারের রুম। এখানে রেজা নামের সিকিউরিটি বিভাগের ম্যানেজার বসতেন। তবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ জানিয়েছেন, ওই রুমটি কদিন ধরে বন্ধ ছিল। সম্প্রতি জাকারিয়া জাকির নামের বিমানের একজন সিকিউরিটি এসিস্ট্যান্ট সোনাসহ ধরা পড়ার পর থেকেই রুমটি বন্ধ করে রাখা হয়। তারপর রবিবার সেটা খোলার দরকার দেখা দেয়ায় কাস্টমসকে ডাকা হয়। তাদের উপস্থিতিতেই ওই রুমে তল্লাশি চালিয়ে পাওয়া যায় এসব সোনা। এদিকে কাস্টমস জানিয়েছে, বিমানের নিরাপত্তাকর্মী জাকির সম্প্রতি সোনাসহ আটকের পর থেকেই ওই রুমের ওপর নজরদারি রাখা হচ্ছিল। কারা ওই রুমে যেতেন, কারা বসতেন, কারা সেখান থেকে সোনা পাচার করতেন সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য হাতে নিয়েই বিমানকে অবহিত করা হয়। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে এ অভিযান চালিয়ে সোনার চালানটি উদ্বার করা হয়। কাস্টমস সূত্র জানিয়েছে, ওই রুমের ভেতর রাখা একটি কম্পিউটারের পেছনে কয়েকটি বার এবং অন্য টেবিলের ওপর রাখা পেপারের নিচে কয়েকটি বার রাখা ছিল। এমনভাবে সাদামাটা করে রাখা হয়েছিল যাতে কারোর মনে কোন সন্দেহ না হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিমানের কাউকে দায়ীও করা হয়নি। জানতে চাইলে ওই একই ফ্লোরে কয়েক গজ দূরে অবস্থিত বিমানের এয়ারপোর্ট সার্ভিস মহাব্যবস্থাপক নুরুল ইসলাম হাওলাদার বলেন, রুমটি যদি ট্রাফিকের হতো তাহলে হয়ত আমি কিছু বলতে পারতাম। ওটা বিমানের নিরাপত্তা ম্যানেজারের রুম। সেখানের খোঁজ খবর আমি রাখব কি করে। শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ জানায়, তালাবদ্ধ ওই রুমটিতে সোনা রেখে একটা দুটো করে সোনার বার সরানো হচ্ছিল গত কদিন ধরেই। এমন তথ্য হাতে নিয়েই কাস্টমস গতকাল সেখানে অভিযান চালিয়ে দেখতে পায় পৌনে দুই কেজি সোনা। যার বাজার দাম প্রায় এক কোটি টাকা।
×